আমাদের কথা খুঁজে নিন

   

শ্রদ্ধাঞ্জলি- হিমালয় মানব

গভীর রাতে নেমে এলো শূণ্যতা, আমাদের শূণ্য শহর জুড়ে- কালো আঁধার খয়েরী হয়ে অবশেষে হলুদে এসে থামলো। অজস্র মানুষ খালি পায়ে নেমে এসে ভিজতে লাগলো জ্যোৎস্নায়- হোক না সেই জ্যোৎস্না নিয়ন বা সোডিয়াম মেশানো!, যাকে ছিনিয়ে নিতে চাইছে পৃথিবী সময়ের আকস্মিক অজুহাতে, তিনি প্রবল কণ্ঠে ঘোষনা দিলেন- "আজ আমি কোথাও যাবোনা" তবুও যেতে হবেই বলে এ চলে যাওয়ার মানে হারিয়ে যাওয়া নয়। চাঁদ বুঝেছিলো, সে উঠলে ঠিকই উনি চলে যাবেন, তাই সেদিন জ্যোৎস্নায় ভাসেনি দুনিয়া । কিন্তু তিনি ঠিকই চলে গেলেন নক্ষত্রের দেশে, ছায়াপথ ধরে; প'ড়ে রইলাম আমরা ঘোর অমাবস্যায়।।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।