আমাদের কথা খুঁজে নিন

   

হিমুর স্টাটাস দেবার নিয়ম নেই

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে হিমুর কান্না পাচ্ছে। প্রচন্ড বিষাদগ্রস্থ হলে হিমুর স্টাটাস দেবার নিয়ম নেই। সেজন্য আরো কান্না পাচ্ছে। কিন্তু হিমুর কাঁদারও নিয়ম নেই। হিমু কি করবে এখন? হিমু রাস্তায় নেমে গেলো।

আজকে সে রাস্তার পাশের দোকানে বসে চায়ে ভিজিয়ে একটা পাউরুটি খাবে। কিন্তু পান্থপথ থেকে কাওরান বাজার পর্যন্ত একটা দোকানও খোলা পেলো না। রোজা শুরু হয়েছে। হিমু দিনের বেলা রোজা রাখে না। সেজন্য হিমুর হঠাৎ করে আরো বেশী ক্ষুধা পেলো।

হিমু সোনারগাঁয়ে ঢুকে পড়লো। আজকে পায়ে স্যান্ডেল থাকায় সোনারগাঁয়ের সিকিউরিটি গার্ড ধরতে পারলো না। ইটালিয়ান রেস্ট্রুরেন্টে গিয়ে হিমু এক কাপ চা আর একটা ফ্রেঞ্চ রুটি অর্ডার দিলো। তারপরে আধঘন্টা ধরে সে ঝিম মেরে বসে থাকলো। যখন একটা বড় টিপট আর সুগার, মিল্ক সহ একটা বিশাল ট্রে রেখে গেলো টেবিলে - হিমু খুবই মনযোগ দিয়ে এক কাপ চা বানালো, তারপরে ব্রাউন রঙের পাউরুটি ছিড়ে চায়ে ভিজিয়ে ভিজিয়ে আয়েশ করে খেলো।

বিল আসার আগে - বাথরুমে যাবার নাম করে সোনারগাঁ থেকে বেড়িয়ে এলো। কেউ ধরতে পারলো না। হিমুর মনটা আরো বিষন্ন হলো। সে একটা খারাপ কাজ করেছে। তাকে এখন স্যান্ডেল খুলে ফেলতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।