আমাদের কথা খুঁজে নিন

   

যাদের রেজাল্ট খারাপ কিংবা যাদের ইঞ্জিনিয়ারিং ভর্তি পরিক্ষা দেওয়ার সুযোগ হল না

আজ তোমাকে একটি গল্প বলি । সে খুব ভাল ছাত্র ছিল । দিনরাত পড়াশুনা করত । ভাল কিছু করার চেস্টা করত । বিশেষ করে বাবা-মায়ের অনেক প্রত্যাশা তার উপর ।

SSC কেমন করে যেন শুধু ৪.৮১ পেল । মজার ব্যাপার হল ধর্মের মত বিষয়ে সে পেয়েছে B । অথচ ৪৪ টা নৈবেত্তিক তার ঠিক ছিল ৫০ এ । আবার HSC তে পেল ৪.৮০ । রেজাল্ট খারাপ মানে সে পড়ে নাই তা না ।

তার চেস্টার কোন শেষ ছিল না । তার মেধায় যতটুকু কুলাতো তার চেয়ে বেশি চেস্টা করেছে । কিন্তু ভাগ্য তার সাথে সব-সময়ই খেলা করত । জীবনের সব ক্ষেত্রে এই ব্যাপারটা সে খেয়াল করেছে । তবে এ রেজাল্ট নিয়ে সে হতাস হয় নি যখন সে জানতে পারে তারই এক ভাল বন্ধু ফেল করেছে অথচ ঐ ফেলের বিষয়টি বাদে সব বিষয়ে A+ পেয়েছে ।

এ থেকে তার ভাগ্যকে আর দোষ না দিয়ে দিন-রাত প্রায় ১৫ ঘন্টা পড়াশুনা শুরু করল । দুনিয়া থেকে নিজেকে বিচ্ছিন্ন করল । সবচেয়ে মজার ব্যাপার হল সে যেখানে যেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পেল সেখানেই সে সেরা ৫০ এর মধ্যে ছিল । ৪ বছর পড়াশুনার পর সে একমাত্র ছাত্র হিসাবে স্কলারশিপ পেয়ে বিদেশ যায় পড়াশুনার জন্য । সে বিদেশের ঐ বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শেষ করে ঐখানেই চাকরি পায় ।

ঐ দেশের সেরা এক বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসাবে নিয়োগ পায় সে । তার বাবা-মার খুব বড় ইচ্ছা ছিল সে ডাক্তার নয়তো ইঞ্জিনিয়ার হবে । সে আশা সে পুরন করতে পারি নাই কিন্তু দেশের যে কোন ডাক্তার ইঞ্জিনিয়ারের চেয়ে বেশি ইনকাম এখন তার । সম্মান,শুনাম আরও বেশি । জীবনে ভেঙ্গে পড়া মানে হেরে যাওয়া ।

আমরা যতটুকু পাই সেইটুকু নিয়ে সামনে যাতে আরও সেরাটা দেওয়া যায় সেই চেস্টায় থাকতে হবে । কেন সেরাটা পেলাম না সে জন্য জীবনটা থামানো উচিত নয় । ভাগ্য সব-সময় তোমার সাথে চলবে না এটাই স্বাভাবিক । জীবনে এমন কোন ব্যাক্তির উদারহরন আমার কাছে নাই যারা প্রথম জীবনে হোঁচট খান নি । এন্ড্রু কার্নেগির বয়স যখন ১২ বছর তার শরীরের নোংরা কাপড় দেখে পাবলিক পার্কে দাড়োয়ান তাকে ঢুকতে দেয় নি ।

সেদিন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যেদিন টাকা হবে সেদিন তিনি পার্কটি কিনে নিবেন । ৩০ বছর পর তিনি তার প্রতিজ্ঞা পূরন করছিলেন । ইচ্ছা চেস্টা সাধনা থাকলে মানুষের সাফলতা কেউ ঠেকাতে পারে না । যা আছে সেই রেজাল্ট দিয়েই যত ভাল জায়গায় ভর্তি হওয়া যায় সবার সেটাই চেস্টাই করা উচিত এখন । HSC পরিক্ষার্থীদের জন্য কিছু বাস্তবতা ।

রেজাল্ট যাদের খারাপ তাদের পোস্ট দেখা বাধ্যতামূলক ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.