আমাদের কথা খুঁজে নিন

   

যাদের যাদের ধর্মানুভুতিতে আঘাত লেগেছে তাদের অবশ্যই ব্লগ ছেড়ে চলে যাওয়া উচিত

যা ইচ্ছে তাই ..যাই লিখে যাই.. ইচ্ছে মতো ভাবনা ছড়াই... ভাবনা গুলোও এলো মেলো...পদ্য নাকি গদ্য হলো...কে জানে তা.... সে জানা নাই.. - - - - - - - - - - - - - - দাড়িপাল্লা নামের এই ব্লগারের উস্কাকানি মুলক পোষ্টির কারনে যাদের ধর্মানুভুতিতে আঘাত লেগেছে তাদের ব্লগ ছেড়ে চলে যাওয়া উচিত। জানা বা কোন মডারেটর এ পোস্ট সরাবে না কারন বিষয়টি অর্থনৈতিক লাভক্ষতির। ব্লগ কর্তৃপক্ষ নিজেদের স্বর্থের কারনেই বিভিন্ন বিতর্কিত বিষয়গুলো সযতনে প্রশ্রয় দেয়, কারন ব্লগের হিট বাড়ানো। আমরা একবরো কি ভেবে দেখেছি এই আস্তিক নাস্তিক বিষয় গুলো কেন এতো প্রধান্য পায়? আমার ধারনা তারা জানে কোথায় আঘাত করে কেন ধরনের পোষ্টের প্রধান্য দিলে অথবা কোন ধরনের পোস্টের পরে ব্লগ হিট বাড়তে থাকে। প্রকৃত পক্ষে আমরা প্রতি নিয়ত তাদেরকেই সার্ভ করতেছি।

খারাপ লাগলেও এটাই বলবো যারা প্রতিবাদ করতে চান তারা, যারা ধর্মের প্রতি শ্রদ্ধাশীল তারা ব্লগ ত্যাগ করুন অথবা সমুদয় ধর্মীয় ক্যাচাল মুলক পোষ্টে ঢোকা থেকে বিরত থাকুন। একজন লেখক তার লেখার আগেই তার টার্গেট পাঠক ঠিক করে নেয়, কাদের জন্য সে লিখছে? তার লেখার প্রতিক্রিয়া কি আসতে পারে? আপনাদের কি মনে হয় আমরা খেয়ে না খেয়ে যাদের গালা গালি করতেছি তারা কি এটা জানে না? আসলে তারা ঠিক্কই যানে কারা ক্ষেপে যাবে, তারা যানে যে কি পরিমান প্রতিক্রিয়া আসতে পারে। প্রকৃত পক্ষে তারা এমনই প্রতিক্রিয়া আশা করে এবং এতেই তাদের লাভ। এরকম প্রতিক্রিয়া দেখিয়ে আমরা তাদের উদ্দেশ্যই সফল কারে দিচ্ছি। তাহলে সমাধান কি? সহজ!! হয় এসকল পোস্টে ঢোকা তেকে বিরত থাকেন এবং কমেন্ট করা থেকে বিরত থাকেন অথবা প্রতিবাদ যানিয়ে নিজেই ব্লগ ছেড়ে চলে যান।

একজন উস্কানি দাতা লেখক যখন দেখবে যে তার পোস্ট কেউ পড়ছে না তাহলে তার লেখার কোন সার্থকতা থাকবে না এবং সে আর নোংড়া মজাটা নিতে পারবে না। প্রতিনিয়ত এভাবে তাকে এড়িয়ে যাওয়া হলেই তার নোংড়ামির অপমৃত্যু হবে। এতে করে হয় সে তার লেখার ধরন পাল্টাতে বাধ্য হবে, নচেৎ তাকে ব্লগ ছেড়ে যেতে হবে। আর একটা ব্যাপার হতে পারে নিজেই ব্লগ ছেড়ে চলে যাওয়া যেতে পারে, ব্লগ ছেড়ে গেলে নিশ্চয়ই আমাদের কো আর্থিক ক্ষতি হবে না? তবে হয়ত কিছটা খারাপ লাগবে অনেক ভাল ভাল লেখাগুলো পড়া হবে না, হয়ত ককেদিন খারাপই লাগবে। কিন্তু সে খারাপ লাগাটা নিশ্চয় প্রিয় নবী [সঃ] এর অপমানের থেকে বেশী হবে না।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.