আমাদের কথা খুঁজে নিন

   

"তোমার কাছে রেখে গেলাম মনটা আমার, যত্ন নিও"

মানুষের রক্তকে কালি ও মানুষকে কলম করে কবিতা লিখতে চাই। পতন চাই এই অশ্লীল সভ্যতার। । তোমাকে ছেড়ে যেতে মন চাই না, মনটা তোমার কাছে রেখে গেলাম, যত্ন নিও। তোমার যত্নে মনের ঘরে ভালবাসার নিত্য নতুন ফসল হবে, সেই ফসলের সোনার আলোয় রাঙ্গীয়ে নিব তোমার আমার দু'টো জীবন।

আমার দু'হাত রেখে গেলাম, যত্ন নিও। তোমার হাতের জাদুর পরশ আমার দু'হাত রাঙ্গীয়ে দিও, যত্ন নিও। আমার কেবল তোমায় ভেবে দিন কেটে যায়, রাত কেটে যায়, মনে সুখের বান ডেকে যায়, তাই ও মনের যত্ন নিও, তাই ও হাতের যত্ন নিও। তোমার কাছে রেখে গেলাম মনটা আমার, যত্ন নিও। তোমার কাছে রেখে গেলাম আমার দু'হাত, যত্ন নিও।

আবার আমি দেখব তোমায় সেই আশাতে বুক বাধিলাম, মন বাধিলাম তোমার মনে বাকি জীবন এক আশাতে থাকব বলে। এখন তোমার ভালবাসা যত্ন করে বাচঁতে শেখায়, স্বপ্ন দেখায় নতুন ভোরের। তাই ও মনের যত্ন নিও, তাই ও হাতের যত্ন নিও। তোমার কাছে রেখে গেলাম মনটা আমার, যত্ন নিও। তোমার কাছে রেখে গেলাম আমার দু'হাত, যত্ন নিও।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.