আমাদের কথা খুঁজে নিন

   

পুরনো সুর

ঠিক যেখানে দিনের শুরু অন্ধ কাল রাত্রি শেষ মন যত দূর চাইছে যেতে ঠিক ততদূর আমার দেশ । এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক । মনে পড়ে সেই কবে বৃষ্টি ভেজা একলা দুপুর হেটে হেটে অবসাদে বিকেল ছুয়ে সন্ধ্যা নিয়ে আসতে ধেয়ে আর সবই থমকে থাকা রাস্তা ঘাটও হচ্ছে ফাকা শুধু তুমি পথের ধারে খুজতে কী যে ঘুরে ফিরে কেউ না বুঝুক বুঝে নিতাম এক পাগলের সঙ্গী হতাম হাজার কাজের তাড়া ফেলে আমিও যে দৌড়ে যেতাম মাঝে মাঝে চোখের কোনে এক পৃথিবী স্বপ্ন নিয়ে তোমার দিকে তাকিয়ে থেকে অলস সময় যেত কেটে কখনোবা ক্লান্ত হয়ে নাটাই ছেড়া ঘুড়ি হয়ে হারিয়ে যেতাম দূর সুদূরে হয়তো তুমি দুঃখ পেয়ে চলেই যেতে একা হয়ে বুঝতে নাতো মনের কথা হৃদয়ে হৃদয় আছে গাঁথা বলতে বুঝি ছিলই দ্বিধা নাকি লাজের হাজার বাঁধা হয়তো এটাই হবার ছিল সারাটা জীবন একাই গেল তবু কেন যে মনের মাঝে পুরনো সে সুর ওঠে বেজে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।