আমাদের কথা খুঁজে নিন

   

শালা বাঘের বাচ্চা।নাকি বাঘই ওর বাচ্চা?

[ সালাহউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে সাক্ষী অ্যাডভোকেট নির্মলচন্দ্র শর্মাকে গতকাল দিনব্যাপী জেরা করা হয়। জেরায় তাকে প্রশ্ন করা হয়- আপনি কোন কলেজ থেকে এইচএসসি পাস করেছেন? তিনি জবাব দেন ‘বলতে পারব না’। একইভাবে তিনি কোন কলেজ থেকে ল পাস করেছেন তা-ও ‘স্মরণ নেই’ বলে উত্তর দেন অ্যাডভোকেট শর্মা। বাংলাদেশে পদ্মা সেতু হবে না, গোপালগঞ্জ সেতু হবে; এ মন্তব্য করলেন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী। মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলার কার্যপ্রক্রিয়া শেষ হলে চেয়ারম্যান নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আদালতকক্ষ ত্যাগ করলে এ মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার রাষ্ট্রপক্ষের ষষ্ঠ সাক্ষী অ্যাডভোকেট নির্মল চন্দ্র শর্মাকে জেরা করেন চৌধুরীর আইনজীবী এসএম আহসানুল হক হেনা। তিনি বলেন, ‘‘পদ্মা সেতু নিয়ে দুর্নীতি করেছেন বাংলাদেশে আর আমার চাচাতো বোন শেখ হাসিনা তদন্ত করবেন বিশ্বব্যাংকের। অন্যদিকে তিনি গোপালগঞ্জ সেতুও বানাবেন। ’’ পরে তিনি ট্রাইব্যুনালের মামলায় আটক জামায়াত নেতাদের প্রসঙ্গে বলেন, ‘‘আমরা কি জামায়াতে ইসলামীর মতো আঙ্গুল চুষবো না কি! যে ট্রাইব্যুনালে আবেদন করে বলবো ভাল গাড়ি, বই ও বাসার খাবার দেন। ’ সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘‘আমি কবুতরের বাচ্চা না।

ঝুলিয়ে দিলে দিক। কোনো আবেদনই করবো না। আমি ট্রাইব্যুনালে আসি যে গাড়ি দিয়ে সেই গাড়ির উপরের ছিদ্র দিয়ে পানি পড়ে আর ভিতরে ছাতা মাথায় দিয়ে বসে থাকি। তবুও গাড়ির ছাদের ওপরের ছিদ্রের কথা বলি না। ’’ ওই সময় তিনি বলেন, ‘‘তারা আশায় আছেন বিশ্বব্যাংক থেকে অনুদান নিয়ে এইসব গাড়ি ঠিক করবেন।

তাই সরকার এসব গাড়ী ঠিক করছেন না। ’’ ওই সময় ট্রাইব্যুনালের কার্যক্রম শেষ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জেয়াদ আল মালুম ও রানা দাস গুপ্ত আদালতকক্ষ থেকে বের হচ্ছিলেন। সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, ‘‘আমি যদি মেঝেতে বিছানা করে শুই তবুও ঘুমানোর জন্য ভাল বিছানা চাইবো না এবং ট্রাইব্যুনালে এই আবেদন করবো না যে ভাল বিছানা দেন, ট্রাইব্যুনালে আসতে ভাল গাড়ি দেন। ’’ জেয়াদ আল মালুমকে ডেকে তিনি বলেন সালাহউদ্দিন কাদের চৌধুরী, ‘‘মালুম সাহেব হিন্দুর গোয়াল ঘর দখল করেছেন আমার চাচা মহিউদ্দিন সাহেব, আমি কার কি দখল করেছি। আপনি রানা বাবুকে জিজ্ঞেস করেন তিনি জানেন।

রানা দাস গুপ্তকে রাষ্ট্রপক্ষ হিসেবে বলবো না, আমার দেশি লোক হিসেবে জানতে চাইবো আমি কার কি দখল করেছি। ’’ ট্রাইব্যুনালের কাঠগড়া থেকে বের হয়ে নামার সময় চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় রানা দাস গুপ্তকে ধরে বলেন, আমি কার ওপর অত্যাচার করেছিলাম আপনি বলেন। রানা দাস গুপ্তকে তিনি নির্মল শর্মা সম্পর্কে বলেন, ‘‘আপনারা কেন বেচারাকে সাক্ষী হিসেবে নিয়ে আসলেন, তিনি কি জানেন আপনিই বলেন আমি কার কি দখল করেছি, কার ওপরে অত্যাচার করেছি। বেচারা কোথা থেকে ওকালতি পড়েছেন তাও ঠিকমতো বলতে পারছেন না। ’’ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।