আমাদের কথা খুঁজে নিন

   

শালা ভারতীয়...

অনেক কিছু লিখতে ইচ্ছে করে কিন্তু গুছিয়ে লিখতে পারি না ...

কলকাতার জি-বাংলায় ইদানিং বাচ্চাদের নিয়ে গানের একটা অনুষ্ঠান হচ্ছে, যার নাম অনেকেই জানেন ;‍ ‍‍‍‍‍‍" সা রে গা মা পা লিটিল চ্যাম"। তো সেই অনুষ্টানে আমাদের দেশ থেকে কিছু বাচ্চা গিয়েছে গান গাইতে। দুঃখজনক ঘটনা হলো সেই অনুষ্ঠানের যারা বিচারক তারা বাংলাদেশের বাচ্চাদের গান শুনে এমন সব মন্তব্য করেন যেন মনে হয় আমাদের দেশের বাচ্চারা গাইতেই পারে না । এবং খুব কটুভাবেই মন্তব্য তারা করছে। আমাদের দেশের এই ধরনের অনুষ্ঠানে যদি ভারতীয় কেউ আসতো প্রতিযোগীতায় অংশ নিতে তাহলে দেখা যেত আমাদের বিচারকরা তাদের প্রশংসা করতে করতে এমন অবস্থা করতো যে কেবল পা ধরে চাটাটা বাদ রাখত। শালা ভারতীয় .... আর ঐসব অভিভাবকের উপরো রাগ লাগে, বাংলাদেশে কি টিভি চ্যানেল কম আছে যে ভারতীয়দের কাছে যে মাথা নত করতে হয় !!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।