আমাদের কথা খুঁজে নিন

   

বিষয়টি পডে



বিশ্বের সবচেয়ে সুন্দর দাড়ির খেতাব জিতেছেন জার্মানির এলমার ওয়েইসার (৪৭)। নরওয়েতে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড বিয়্যারড অ্যান্ড ম্যাসটাশ চ্যাম্পিয়নশিপ’-এ বিভিন্ন দেশের ১৬০ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এ পুরস্কার জেতার সম্মান অর্জন করেন তিনি। পেশায় নরসুন্দর ওয়েইসার সুন্দর দাড়ি প্রতিযোগিতায় এ নিয়ে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন। তিনি ২০০৫ সালে বার্লিনের ‘ব্র্যান্ডেনবার্গ গেট’ এর আদলে দাড়ি রেখে প্রথম হয়েছিলেন। ২০০৭ সালে ওয়েইসার লন্ডনের টাওয়ার ব্রিজের আদলে দাড়ি রেখেছিলেন। সেবারও তার ঝুলিতে জমা পড়েছিল প্রথম পুরস্কারটি। অনলাইন বিবিসি মজার এ তথ্যটি দিয়েছে। ওদিকে এলমার ওয়েইসার বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, যখন আমি আমার দাড়িকে সাধারণ অবস্থায় রাখি, তা আমার কোমর পর্যন্ত ছড়িয়ে পড়ে। শুরু হওয়া ওয়ার্ল্ড বিয়্যারড অ্যান্ড ম্যাসটাশ চ্যাম্পিয়নশিপ’ প্রতিযোগিতাটি মোট ১৪টি ক্যাটিগরিতে প্রতি দু’বছর অন্তর একবার অনুষ্ঠিত হয়ে থাকে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.