আমাদের কথা খুঁজে নিন

   

গ্রীক ট্রাজেডীঃ হারকিউলিসের মৃত্যু

হতেও পারে এর আগে হারকিউলিসের প্রথম প্রেম নিয়ে লিখেছিলাম , যদিও হারকিউলিসের সেই বিয়ে স্থায়ী হয়নি । একদিন হেরা তাকে উন্মাদ করে দেয় , এবং সে উন্মাদ থাকে অবস্থায় হারকিউলিস মেগারা ও তার তিন সন্তানকে হত্যা করে । পরবর্তীতে হারকিউলিস হারকিউলিস জীবিত থাকা অবস্থায় আরও দুটি বিয়ে করে ,তার সর্বশেষ স্ত্রী ছিলো ডিয়ানাইরা। একদিন ডিয়ানাইরা আর হারকিউলিস ঘুরতে বের হয়েছিলো , ঘুরতে ঘুরতে তারা একটি বড় নদীর কাছে এসে পরে। নদীর তীরে নেসাস নামে এক সেন্টর (অর্ধেক মানব অর্ধেক ঘোড়া) , ডিয়ানাইরাকে নদী পার হবার জন্য সাহায্যের প্রস্তাব দেয় ।

ডিয়ানাইরাও রাজী হয়ে যায় । অপরদিকে হারকিউলিস সাতার কেটে নদী পার হবার স্বিদ্ধান্ত নেয় । হারকিউলিস যখন মাঝ নদীতে ,তখন নেসাস ডিয়ানাইরাকে নিয়ে নদী পার হয়ে যায় , এবং নদীর অপর প্রান্তে গিয়ে নেসাস ডিয়ানাইরাকে ধর্ষন করার চেস্টা করে , এই ঘটনা দেখার সাথে সাথে হারকিউলিস হাইড্রার বিষ মাখানো তীর দিয়ে নেসাসের দিকে ছুড়ে মারে , সেই তীরে নেসাসের মৃত্যু হয় । কিন্তু নেসাসের মৃত্যুর সময় নেসাস চালাকি করে ডিয়ানাইরাকে বলে যে , তার রক্ত ভেজা জামাটা রেখে দিতে এবং কোন কারনে যদি হারকিউলিস কখনো অন্য কোন নারীর প্রতি আকৃস্ট হয়ে পড়ে ,তাহলে তাকে সেই জামাটা যদি হারকিউলিসকে পরিয়ে দেয়া হয় ,তাহলে তাদের ভালোবাসা অটুট থাকবে । নেসাসের কথা মত ডিয়ানাইরা জামাটা সংরক্ষন করে ।

এর অনেক বছর পরে ডিয়ানাইরার সৌন্দর্য অনেক খানি মলিন হয়ে যায় এবং হারকিউলিস অন্য আরেকটা নারীর প্রতি আকৃস্ট হয় । তখন ডিয়ানাইরা হারকিউলিসকে নেসাসের রক্তাক্ত জামাটি পড়তে অনুরোধ করে । হারকিউলিস ডিয়ানাইরার অনুরোধে জামাটি পড়ে। জামাটি পড়ার সাথে সাথেই হারকিউলিস তীব্র যন্ত্রনা অনুভব করে , কারন নেসাসের মৃত্যু হয়েছিলো হাইড্রার বিষ মেশানো তীরের মাধ্যমে যার ফলে নেসাসের রক্তও বিষাক্ত হয়ে যায়। হারকিউলিস তখন জামাটি খুলে ফেলার চেস্টা করে , কিন্তু জামা খুলতে গিয়ে জামার সাথে হারকিউলিসের চামড়াও উঠে যায় তার শরীরে হাইড্রার বিষ ঢুকে যায় , প্রবল যন্ত্রনায় হারকিউলিস কাতরাতে থাকে ।

কিন্তু দেবতার সন্তান হওয়ার কারনে ,পৃথিবীর কোন কিছু দ্বারা হারকিউলিসের মৃত্যু সম্ভব ছিলোনা । তখন হারকিউলিস যন্ত্রনা থেকে মুক্তি পাবার জন্য নিজেই চিতা তৈরী করে , এবং সেই চিতায় উপরে বসে আগুন লাগিয়ে দেয় , এবং হারকিউলিসের এক বন্ধু চিতায় আগুনা ধরিয়ে দেয় । হারকিউলিসের মানব দেহ ভষ্ম হয় , কিন্তু তার আত্মা ঠিকই জিউসের কাছে চলে যায় । এইভাবেই পৃথিবী থেকে বিদায় নেয় এই মহাবীর। গ্রীক মিথ নিয়ে আমার আরও কিছু পোস্ট গ্রীক ট্রাজেডীঃ হারকিউলিসের প্রেম কাহিনী গ্রীক ট্রাজেডীঃ ইকারুসের ডানা গ্রীক ট্রাজেডীঃ ইলেক্ট্রার প্রতিশোধ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.