আমাদের কথা খুঁজে নিন

   

স্মৃতি হারাচ্ছেন নোবেলজয়ী কলাম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

স্মৃতি হারাচ্ছেন ১৯৮২ সালে নোবেলজয়ী কলাম্বিয়ান লেখক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। কার্তাহেনায় শিক্ষার্থীদের উদ্দেশে ভাষণে গ্যাব্রিয়েলের ভাই হাইমে গার্সিয়া মার্কেজ জানান, তার ৮৫ বছর বয়সী ভাই গ্যাব্রিয়েলকে সাধারণ প্রশ্ন করা হলেও তিনি ঠিকমতো উত্তর দিতে পারেন না। গ্যাব্রিয়েলের ভাই হাইমে বলেন, স্মৃতি নিয়ে তার সমস্যা রয়েছে। কখনো কখনো আমার কান্না আসে, কেননা মনে হয়, আমি আমার ভাইকে যেন হারিয়ে ফেলছি। তিনি শারীরিকভাবে ভালো আছেন।

দীর্ঘদিন ধরেই তিনি স্মৃতিভ্রংশ রোগে ভুগছেন। কিন্তু এখনো তার মধ্যে রসবোধ রয়েছে, আনন্দ রয়েছে, উদ্যম রয়েছে, যা তার বরাবরই ছিল। এই রোগটি বংশ পরম্পরায় বাহিত হয়। গ্যাব্রিয়েলের এই সমস্যা সম্পর্কে পরিবারের প্রথম কোনো সদস্য হিসেবে জনসমক্ষে কথা বললেন হাইমে। কলাম্বিয়ায় নিযুক্ত বিবিসির প্রতিবেদক আর্তুরো ওয়ালেস জানান, গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজের স্মৃতিভ্রংশ সম্পর্কে গুজব রয়েছে।

১৯৬৭ সালে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ তার জাদুবাস্তবতার প্রয়োগে উপন্যাস লেখেন, ‘ওয়ান হানড্রেট ইয়ারস অব সলিচুড’। উপন্যাসের উপজীব্য, একটি পরিবার এক জরাগ্রস্ত বৃদ্ধ দাদার কোনো যত্ন নিতে পারছে না। গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ বর্তমানে মেক্সিকোয় বসবাস করেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি বাইরের কারো সঙ্গে দেখা-সাক্ষাৎ করছেন না। আর লিখছেনও না ।

এই মুহূর্তে আমার আবার পড়তে ইচ্ছে করছে, 'কর্নেলকে কেউ চিঠি লেখে না। ' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.