আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম আযমের বক্তব্য - পূর্ব পাকিস্তানের প্রতিটি মুসলমান নিজ নিজ এলাকার দুষ্কৃতিকারীদের তন্ন তন্ন করে তালাশ করে নির্মূল করবে। (দৈনিক সংগ্রাম ১২ আগস্ট, ১৯৭১)

আমি খুবই সাধারন একজন মানুষ। বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে পাড়ি জমিয়েছি বিদেশে জ্ঞানের পরিধি বাড়াতে। আসলেই কি জ্ঞান বাড়ছে, নিজেকেই প্রশ্ন করি মাঝে মাঝে !! *বর্তমান মুহুর্তে আক্রমণাত্মক ভূমিকা গ্রহন করাই হবে দেশের জন্য আত্মক্ষার সর্বোত্তম ব্যবস্থা। (দৈনিক সংগ্রাম/ ২৪ নভেম্বর, ১৯৭১) * গোলাম আযম বলেছিলেন, পাকিস্তান যদি না থাকে তাহলে জামাত কর্মীদের দুনিয়ায় বেঁচে থেকে লাভ নাই। (দৈনিক সংগ্রাম/ ২৬ সেপ্টেম্বর, ১৯৭১) *গোলাম আযম বলেন, কোন ভাল মুসলমানই তথাকথিত বাংলাদেশের আন্দোলনের সমর্থক হতে পারে না।

(দৈনিক সংগ্রাম/ ০২ অক্টোবর, ১৯৭১) *রাজাকারদের সমাবেশে গোলাম আযম বলেন, কালেমার ঝান্ডা উঁচু রাখার জন্য রাজাকারদের কাজ করে যেতে হবে। (দৈনিক সংগ্রাম/ ১৭ সেপ্টেম্বর, ১৯৭১) *দুষ্কৃতিকারীদের ধ্বংস করার কাজে পূর্ব পাকিস্তানের জনগণ সশস্ত্র বাহিনীকে পূর্ণ সহযোগীতা করছে। (দৈনিক সংগ্রাম/ ২৭ আগস্ট, ১৯৭১) *পূর্ব পাকিস্তানের প্রতিটি মুসলমান নিজ নিজ এলাকার দুষ্কৃতিকারীদের তন্ন তন্ন করে তালাশ করে নির্মূল করবে। (দৈনিক সংগ্রাম/ ১২ আগস্ট, ১৯৭১) *দুষ্কৃতিকারীদের মোকাবেলা করার উদ্দেশ্যে দেশের আদর্শ ও সংহতিতে বিশ্বাসী লোকদের হাতে অস্ত্র সরবরাহ করার জন্য আবেদন করছি। (দৈনিক সংগ্রাম/ *তারিখ পাওয়া যায়নি, ১৯৭১) *১৬ অক্টোবর ১৯৭১, বায়তুল মোকারমে তৌহিদী জনতার এক সভায় গোলাম আযম বলেন, তথাকথিত বাংলাদেশের আন্দোলনের ভূয়া শ্লোগানে কান না দিয়ে পাকিস্তানকে নতুনভাবে গড়ে তোলার আহ্বান জানাচ্ছি।

(দৈনিক পাকিস্তান/ ১৭ অক্টোবর, ১৯৭১) তথ্য সূত্র- # মুক্তিযুদ্ধে দৈনিক সংগ্রামের ভূমিকা – -আলী আকবর টাবী #দৈনিক সংগ্রাম পত্রিকার কাটিং #ও নেট থেকে সংগ্রহীত . । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.