আমাদের কথা খুঁজে নিন

   

গোলাম আজম।



আমাদের এলাকায় এক লোক ছিল জামাতের দারুন ভক্ত। অনেক মিছিল-মিটিং'য়ে তাকে গোলাম আজমে'র নামে শ্লোগান দিতে দেখেছি। গোলাম আজম গোলাম আজম বলে দুনিয়া কাঁপাতো। একনিষ্ঠ কর্মী যাকে বলে। এই লোকটাকে আমাদের ভিষন পছন্দ ছিল।

আমরা মাঝে মাঝেই তাকে ডেকে এনে তার শ্লোগান শুনতাম। গোলাম আজম গোলাম আজম এই অংশটাই ছিল আমাদের প্রিয়। উনার উপরের পাটির সামনের দিকে দুইটা দাত ছিল না। তাই তিনি গোলাম আজম বলতে পারতেন না। তার উচ্চারন টা হত এই রকম, "গোয়াম আজম গোয়ম আজম"।

শুনতে ভিষন মজা লাগতো। আমরা হাসতাম আর বলতাম, "আরও জোরে, আরও তারাতারি বলেন"। সে তারা তারি বলতো, "গোয়াম আজম, গোয়াম আজম । " এবং তারপর, "গোয়া মাজম গোয়া মাজম"। "গোলাম আজম" হয়ে যেত "গোয়া মাজম"।

মজাতো লাগবেই। কি বলেন :-))

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.