আমাদের কথা খুঁজে নিন

   

বিএসএফের বিরুদ্ধে সোচ্চার ভারতীয়রাও

অচেনা মানুষ ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ‘বেআইনি’ কর্মকাণ্ড বন্ধে ব্যবস্থা নিতে ভারতের সুপ্রিম কোর্টে একটি আবেদন পেশ করা হয়েছে। কলকাতার স্বেচ্ছাসেবী সংস্থা ‘বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ’ এই উদ্যোগ নিয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি বি এস চৌহান ও স্বতন্দ্র কুমারের ডিভিশন বেঞ্চ আবেদনটি গ্রহণ করেছেন। তাঁরা আগামী সোমবার এই আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন। বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ তাদের আবেদনে বিএসএফের বিরুদ্ধে সীমান্তে ভারতীয়দের ওপর বেআইনিভাবে অত্যাচার, নির্যাতন ও হত্যার অভিযোগ এনেছে।

আবেদনে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সীমান্তে বিএসএফর হাতে এখনো বহু ভারতীয় নাগরিক নির্যাতিত হচ্ছে। বেআইনিভাবে বিএসএফ খুন করছে ভারতীয় নাগরিকদের। সংস্থাটির হিসাবে, ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত সাত বছরে অন্তত ২০০ জন ভারতীয় নাগরিক বিএসএফের বেআইনি হত্যাকাণ্ডের শিকার হয়েছে। সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার বিষয়টিও ব্যাখ্যা করেছে সংস্থাটি। তারা দাবি করেছে, বিএসএফে বিরুদ্ধে স্থানীয় থানাতে কোনো অভিযোগ নেওয়া হয় না।

তাই বাধ্য হয়েই তারা আদালতের দ্বারস্থ হয়েছে।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.