আমাদের কথা খুঁজে নিন

   

সৌরভ মণ্ডল - মাঝি মাল্লার গান - নৌকা খোলো

ভবের খেয়া এবার বাওয়া হইল আমার শেষ; এবার তরী ভাসিয়ে দিলাম পরপারের দেশ ।। সৌরভ মন্ডল লোকগীতি গবেষক ও গায়ক। সুন্দরবন অঞ্চলে তার জন্ম ও এই অঞ্চলের লোকগীতি নিয়েই তিনি বহুদিন ধরে কাজ করছেন। নৌকা খোলো তাঁর প্রথম গানের অ্যালবাম । এই অ্যালবামের সব শিল্পী ও যন্ত্রীই সুন্দরবন অঞ্চলের স্থানীয় বাসিন্দা। শুধুমাত্র বাদা অঞ্চলের গানই নয়, এই অ্যালবামটিতে আছে ভাটিয়ালি, ভাওয়াইয়া, মুর্শিদি সহ অনেক ধারার লোকগান। সৌরভ মণ্ডল - মাঝি মাল্লার গান - নৌকা খোলো কোয়ালিটি - ১২৮ কেবিপিএস এমপি৩ ফাইল সাইজ - ১১৮ মেগাবাইটস ডাউনলোড - সৌরভ মণ্ডল - নৌকা খোলো  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।