আমাদের কথা খুঁজে নিন

   

পেলে কেনো যে বেকুবের মতো কথা বলে??

I love politics. I want death of those who killed our Army officers. আমরা অনেকেই অনেক সময়ে বেফাস কথা বলে ফেলি। যেটা যখন বলবার প্রয়োজন নেই সেটা তখন বলে সমালোচিত হয়ে পড়ি। আবার অনেকে আছে যার কোন যোগ্যতাই নাই একটা ব্যাপারে মন্তব্য করার, সে ঠিকই মন্তব্য করে বেকায়দায় পড়ে যায়। বলবার সময়ে চিন্তাও অনেকে করেনা যে কথাটা বলাটা কি ঠিক হচ্ছে কি না!! যেমনটি বারেবারে করে থাকেন পেলে। পেলের আসলে কপালটা ভাল বলতে হভে কারণ উনি যে সময়ে ফুটবল খেলতেন সে সময়ে তেমন কড়া নিয়ম-কানুন ছিল না।

ছিলনা তেমন প্রতিদন্ডী। ছিলনা চাপ। সোজা বাংলা ভাষায় যেটাকে বলে "ফাকা মাঠে গোল দেওয়া"। পেলের ক্ষেত্রে ঠিক সেটাই হয়েছে। সহজ ফুটবল খেলে দফায় দফায় গোল যে কেউই দিতে পারে।

পেলে সেতাই পেরেছে। এখনকার সময়ে, অর্থাৎ, এই মেসি, রোনালদো, ওজিল, ইনিয়েস্তাদের সময়ে পেলে কেমন খেলতে পারতো তা হয়তো ভাববার বিষয়। উনি খেলা না বুঝেই বেফাস বলে ফেললেন যে "গত রোববার ইউরোর শিরোপা জেতা স্পেনের চেয়েও ১৯৭০ সালের ব্রাজিল ভালো ছিলো । " তিনি মন্তব্য করেন, ‘কোনো সন্দেহ নেই, প্রত্যেক প্রজন্মেরই প্রাধান্য থাকবে। তবে তুলনা করা হলে আমি বলবো ১৯৭০’র প্রজন্মই সেরা ছিলো।

’ আসলে ম্যারাডোনাই সেরা এবং এরপর সেরা হলো মেসি তারপর অনেক নিচের সারীতে থাকলে থাকতে পারে পেলে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।