আমাদের কথা খুঁজে নিন

   

আম্মু তোমার কথা খুব মনে পরছে........ কেমন আছ তুমি??

স্বপ্ন দেখতে ভালোবাসি......কিন্তু কেন যেন পরিশ্রম করা হয় না আম্মু, কিছু দিন হল তোমাকে দেখি না। মোবাইলটা ঘেটে আজ তোমার একটা ছবি বের করলাম। জান আম্মু তোমার ছবি দেখে আমার খুব কঁদতে ইচ্ছা করছিল। চেহারার কি অবস্থায় ই না হয়েছে তোমার। তুমি এত অসুস্থ হয়ে গেছ, যা আমি কল্পনাও করতে পারি না।

এমন কেন হল আম্মু তোমার?? আমরা সবাই জানতাম তুমি সব থেকে সুস্থ। রেগুলার তুমি হাটাহাটি করতে, পরিশ্রম এর মধ্যে থাকতে নিজের সাস্থ্যকে ঠিক রাখার জন্য। কিন্তু হঠাৎ কি থেকে কি হয়ে গেল। জান আম্মু আমি আজ তিন দিন হল সিলেটে আসছি। কিন্তু এই তিন দিনে কোন কিছুতেই মন বসাতে পারছি না।

শুধু তোমার কথা মনে পড়ছে। এই তিন দিনকে মনে হচ্ছে যেন তিন বছর। জান আম্মু ভার্সিটিতে আজ একটা ক্লাস টেস্ট ছিল, আমার লাইফের সব থেকে বাজে ক্লাস টেস্ট দিলাম। কি করব বল, কিছুই পড়তে পারি নাই,পড়তে বসলেই তোমার কথা মনে হচ্ছে। আমার কোন কিছুতেই যে মন বসছে না।

সব সময় তোমাকে খুব মনে পড়ছে। আমার পড়াশোনা, খাওয়া, ঘুম সব কিছুই কেন যেন এলোমেলো হয়ে গেছে। গত কাল রাতে আমি নাকি ঘুমের মধ্যে তোমাকে খুজেছি, আমার রুম্মেট বলল। জান আম্মু আজ দুপুরে ঘুমানোর সময় তোমার কথা চিন্তা করেতে করতে একটু পর খেয়াল করলাম আমার চোখ বেয়ে পানি পড়ছে। যখন একাকী থাকছি তখন তোমার কথা মনে পড়লেই আমার চোখ বেয়ে পানি চলে আসছে।

মা কি মহা মূল্যবান সম্পদ তা আমি বুজেছি তুমি অসুস্থ হয়ে যাওয়ার পর। আম্মু আমি হয়ত তোমাকে অনেক কষ্ট দিয়েছি অনেক সময়, মনে আঘাত দিয়েছি, তুমি ক্ষমা করে দিও মা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।