আমাদের কথা খুঁজে নিন

   

আম্মু....

ফেবুতে আমিঃ-http://www.facebook.com/JRK001

সৃষ্টিকর্তার পরে পৃথিবীতে সব থেকে আপন যে মানুষ দুটো তারা হল বাবা, মা। সবার কাছে তাদের বাবা, মা পৃথিবীর সব থেকে প্রিয় ব্যক্তি.আমার কাছেও তাই। আমার পৃথিবীটা আম্মুর কাছ থেকে শুরু হয় আবার আম্মুর কাছে এসে শেষ হয়... আমি সবার ছোটো হওয়ায় সব থেকে আদর বেশী পেয়েছি আম্মুর!! আর আমার অন্যায় আবদার গুলো পূরণ করেছেন যে গুলো আব্বু কখনো পূরণ করতেন না। শেষ কবে আম্মুকে হাসতে দেখেছি ভুলে গেছি... আমিতো রোজ হাসি! আচ্ছা আমার হাসির কিছুটা হাসি আম্মুকে দিতে পারি না? সারা জীবন তো নিঃস্বার্থ ভাবে দিয়ে গেলেন..বিনিময়ে কিছুই তো দিতে পারিনি! আর আমার মতো অপদার্থ কিছু দিতেও পারবে না হয়তো... জীবনটা দিয়ে দিলেও তা কম হয়ে যাবে। মাঝে মাঝে সৃষ্টিকর্তার উপর অনেক রাগ হয় এতো অসুখ কেন দিল আম্মুকে?? আমিতো ভালই আছি! আম্মুর কিছু অসুখ আমাকে দিলেও তো পারতো... আম্মুকে ছাড়া একটা দিনও ভাবতে পারি না.মাথায় কত কি আসে!! নিঃশ্বাসটা যেন বন্ধ হয়ে যায়... আম্মুর কিছু হলে সে দিন আমিও হয়তো থাকবো না ঠিক মরে যাবো। তাই সৃষ্টিকর্তা কে বলি, যেন আম্মুর আগে আমাকে তার কাছে নিয়ে যায়... আমার সে শক্তি নেই সাহস ও নেই!! সে সত্য স্বীকার করার। মা দিবসে সবার মা ভাল থাকুক সাথে আমার আম্মুটাও এর চেয়ে বেশী কিছু চাওয়ার নেই..


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।