আমাদের কথা খুঁজে নিন

   

আম্মু না খেয়ে আছে

আমার ব্যক্তিগত ব্লগ রোজা কি, শাফিনকে (আমার আড়াই বছরের ছেলে) বোঝানো সহজ নয়। বোঝানোর চেস্টাও করিনি। ইফতারে বলেছি, আজান পড়লে খেতে হয়। ও এখন মাগরিবের আজান শুনলেই চিৎকার করে উঠে আজান পড়েছে, খেয়ে নাও। আমি ভেবেছিলাম ও খেয়াল করেনি, যে আমি দিনে কিছু খাচ্ছি না।

আজ একটু খারাপ লাগছিল বলে, ওকে খেলতে দিয়ে আমি বিছানায় শুয়েছিলাম চোখ বন্ধ করে। হালকা কানে আসছিল যে, ও কিছু রান্না করছে। এখানে বলে রাখা ভাল, ওকে কখনও হাড়ি পাতিল কিনে দেইনি। একটু পর ও একটা সাদা গাড়ি এনে আমার ঠোটের সাথে লাগিয়ে বলল, গাড়ি দুধ বানিয়ে এনেছি। একটু খেয়ে নাও বলে আমি যেভাবে ওকে গ্লাসে দুধ খাওয়াই সেভাবে আমাকে মিছিমিছি খাইয়ে চলে গেল।

ওর ধারনা হয়েছে, মা না খেয়ে আছে, খারাপ লাগছে, মাকে কিছু বানিয়ে খাইয়ে দেই। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।