আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই তোর জন্যে

বাঁচিবার তরে যতখানি সাধ, সবটুকু এক করে ঢেলেছি শুধুই তোর হৃদয়ে খুব অকৃপণ সুরে বলিস না কখনো, কি করেছি, তোকে বাধিবার তরে হিসাবের খাতা পারবো না দিতে, অত কালি নাই মোর ঘরে ! বলিস না কখনো, মনের কোথায়, কতখানি ধরে ছিলি দেখে যা শুধু, তুই বিহনে এই মন কতখানি খালি । এমনি করেই ভেবেছিলাম এই জীবন হবে পাড়ি কি এক ঝড়ে জনশূন্য আজ, আমার মনের বাড়ি তোর হাতের ছাপগুলো আজও, স্পষ্ট প্রতিটি স্থানে সব বুঝি সখি, শুধু বুঝিনা, তোকে হারাবার মানে ! বাইরের রঙ হয়তো একদিন মুছে যাবে সবখানে কি করে মুছবো সেই রঙ, যে দাগ ফেলেছিস মনে ! তোর দেয়া শত অপমান, শত কষ্টের চপেটাঘাত সব একদিন মুছে যাবে শুধু, মুছবে না তোর অভাব । তুই ছাড়া তো কেউ নাই মোর, আল্লাহ নিশ্চয়ই জানে রাগ করে তুই যাস নে ভেসে, অজানা স্রোতের টানে । ফিরে আয় সখি নিজ আলয়ে, ভুল বুঝিস না মোরে তোকে আমি রাখবো সাজায়ে, পৃথিবীর শ্রেষ্ঠ রানী করে ! পূর্বে প্রকাশিতঃ View this link  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।