আমাদের কথা খুঁজে নিন

   

শুধুই চলা...

স্বপ্নবাজ

একলা পথে ধুলো উড়িয়ে, আশার ঘোড়া যায় দূরে, মন মাঝি নেই হাল ধরে, কখন যেন পিছলে পড়ে, কতটা ক্ষন আরো দিতে হবে পাড়ি, আরো কতটা সামনে জীবনের দাড়ি (।), আরো কতদূর গেলে পাবো সীমানা, শুধুই চলা আর কিছুই নেই জানা.... জীর্নতার মাঝে হারায় রঙ, সেজেছে প্রকৃতি কি মধুর ঢং, পথের বাঁকে দাড়িয়ে অশরীরি, খোঁজে আমায় ছোঁয়ার সিড়ি, কতটা দূরে দাড়িয়ে স্বপ্ন আর চাওয়া, এখনি ছুঁয়ে না দিলে হয়ে যাবে হাওয়া, আরো কতদূর গেলে পাবো সীমানা, শুধুই চলা আর কিছুই নেই জানা.... ফিরে চাওয়া পিছনে বারবার, আসা-যাওয়া স্বপ্নমাঝে সবার, তবু দেখা বারবার পিছন ফিরে, অনেকটা সময় আশার নীড়ে, দিনের শেষভাগ, শেষ হয়ে এলো সময়, একটুখানি বাকি বসে থাকো ছায়ায়, আরো কতদূর গেলে পাবো সীমানা, শুধুই চলা আর কিছুই নেই জানা.... © Razib Hasan

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।