আমাদের কথা খুঁজে নিন

   

বারণ সত্ত্বেও ঝুঁকি নিলেন সালমান!

ঃ কবীর শেখ ঃ www.banglatolet.com ডিজিটাল দুনিয়া প্রথম আলো নির্মাতা ও চিকিত্সকদের বারণকে থোড়াই কেয়ার করে গতকাল ২৬ জুন সন্ধ্যায় ‘দাবাং ২’ ছবির অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন বলিউডের অভিনেতা সালমান খান। এ প্রসঙ্গে সালমানের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘দাবাং ২ ছবির অ্যাকশন দৃশ্য করছি। ছবিটির শুরুর দিকে এসব দৃশ্য দেখানো হবে। শুটিংয়ের সময় যথাসাধ্য সতর্ক থাকার চেষ্টা করছি আমি। ’ দীর্ঘদিন ধরেই ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামের জটিল এক স্নায়ুর রোগে ভুগছেন সালমান।

এ জন্য যুক্তরাষ্ট্র গিয়ে চিকিত্সাও নিয়েছেন। কিন্তু পুরোপুরি সেরে ওঠেননি। সম্প্রতি আবারও রোগটি মাথাচাড়া দিয়ে ওঠায় অ্যাকশন দৃশ্য থেকে বিরত থাকতে বলা হয় ৪৬ বছর বয়সী এ তারকাকে। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’ ও ‘বডিগার্ড’ ছবির সাফল্যের পর অ্যাকশন হিরো হিসেবে বলিউডে শক্ত একটি আসন গেড়েছেন সালমান। ছবি তিনটির সাফল্যের রেশ ধরে অ্যাকশনধর্মী ‘এক থা টাইগার’, ‘দাবাং ২’, ‘শের খান’ ও ‘কিক’ ছবিতেও ঝুঁকিপূর্ণ সব অ্যাকশন দৃশ্যের বরাদ্দ রাখা হয় সালমানের জন্য।

কিন্তু বাধ সাধে তাঁর শারীরিক অসুস্থতা। অ্যাকশন দৃশ্য তাঁর জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হয়। এর পরিপ্রেক্ষিতে ছবির নির্মাতারা সালমানকে ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন। নির্মাতা ও চিকিত্সকদের বারণকে থোড়াই কেয়ার করে গতকাল ২৬ জুন সন্ধ্যায় ‘দাবাং ২’ ছবির অ্যাকশন দৃশ্যে অংশ নিয়েছেন বলিউডের অভিনেতা সালমান খান। এ প্রসঙ্গে সালমানের উদ্ধৃতি দিয়ে টিওআই জানিয়েছে, ‘দাবাং ২ ছবির অ্যাকশন দৃশ্য করছি।

ছবিটির শুরুর দিকে এসব দৃশ্য দেখানো হবে। শুটিংয়ের সময় যথাসাধ্য সতর্ক থাকার চেষ্টা করছি আমি। ’ দীর্ঘদিন ধরেই ট্রাইজেমিনাল নিউরালজিয়া নামের জটিল এক স্নায়ুর রোগে ভুগছেন সালমান। এ জন্য যুক্তরাষ্ট্র গিয়ে চিকিত্সাও নিয়েছেন। কিন্তু পুরোপুরি সেরে ওঠেননি।

সম্প্রতি আবারও রোগটি মাথাচাড়া দিয়ে ওঠায় অ্যাকশন দৃশ্য থেকে বিরত থাকতে বলা হয় ৪৬ বছর বয়সী এ তারকাকে। ‘ওয়ান্টেড’, ‘দাবাং’ ও ‘বডিগার্ড’ ছবির সাফল্যের পর অ্যাকশন হিরো হিসেবে বলিউডে শক্ত একটি আসন গেড়েছেন সালমান। ছবি তিনটির সাফল্যের রেশ ধরে অ্যাকশনধর্মী ‘এক থা টাইগার’, ‘দাবাং ২’, ‘শের খান’ ও ‘কিক’ ছবিতেও ঝুঁকিপূর্ণ সব অ্যাকশন দৃশ্যের বরাদ্দ রাখা হয় সালমানের জন্য। কিন্তু বাধ সাধে তাঁর শারীরিক অসুস্থতা। অ্যাকশন দৃশ্য তাঁর জন্য ভয়ংকর পরিণতি ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হয়।

এর পরিপ্রেক্ষিতে ছবির নির্মাতারা সালমানকে ঝুঁকিপূর্ণ অ্যাকশন দৃশ্য থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.