আমাদের কথা খুঁজে নিন

   

ছুটির দিনের কড়চা: কোলাহল বারণ

বাংলাদেশ নিয়ে ভাবনা, প্রত্যাশা ও সম্ভাবনার সংগ্রহমালা

শুক্রবার আসলেই ছুটির দিনের কড়চাটা লেখার জন্য হাত নিসপিস করতে থাকে। আজকের দিনটা একটু বিশেষভাবে অন্যরকম। ঘুম থেকে উঠে দেখি পুরো বাসায় আমি এক্কেবারে একা। সবাই আমাকে রেখে পালিয়ে গেছে। একটু কস্ট লাগলেও ভাল লাগছে।

যাক্, মনের সুখে ব্ল্লগানো যাবে। কেউ মানা করবে না। রাগ করবে না। অভিমান করবে না। কিন্তু ঘুম থেকে উঠার পর চশমার নীচে চিরকুটটা পেয়ে অন্যমনস্ক হয়ে পড়লাম।

চিরকুটের সারমর্ম যা উদ্ধার করলাম, তার মানে হচ্ছে "আমি যাচ্ছি। জানি, কম্পিউটার থাকলে তুমি আমাকে খুব একটা মিস করবে না। দু'পুরের খাওয়ার আগেই চলে আসবে আমাদের বাসায়..."। দেখলাম, এটা চিরকুট না, একেবারে চিঠি। তারে বলি কিভাবে যে আউট অব সাইট তো আউট অব মাইন্ড ? ভাগ্যিস, সামনে নেই।

সামনে থাকলে বজ্রপাত হতো। অথবা জনতার উওাল ঢেউ নেমে আসতো আমাকে উদ্ধার করার জন্য। তাই, কানে কানে ফিসফিস করেই বলি, "আমি তোমায় সত্যি সত্যি সত্যি ভালবাসি"। সবচেয়ে বড়ো সত্যি হচ্ছে আমি নি:সঙ্গতার মধ্যে লুকিয়ে থাকা নীরবতাকে খুব ভালবাসি। এর ভেতর একটা নিজস্ব সৌন্দর্য আছে।

নিঃসঙ্গতায় নিজের উপর একটা রিফ্লেকশন নীরবে করা যায়। কনফেশন করা যায়। খোলস থেকে নিজেকে বের করে আনা যায়। কর্ম আর অপকর্মের তালিকা সাজানো যায়। নিজের মতো হাসা যায়।

কাঁদা(আম্মাআআ) যায়। চোখ মুছা যায়। তারপরেও কেন আমরা নিঃসঙ্গতাকে ঘৃণা করি? আমার মতো যারা উঁচু দেয়ালের মাঝখানে নিঃসঙ্গ প্রহর কাটাচ্ছেন তারা কি আমার সাথে সুর মিলিয়ে বলবেন তারাও নিঃসঙ্গতাকে ভালবাসেন? কে জানে? এই মুহুর্ত্তে কোলাহল করা বারণ। তাই কানে কানে নীরবে বলে যাই রবি ঠাকুরের সুরের মুচ্র্ছনায়: [রং=ৎবফ]"কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে এখন হবে প্রাণের আলাপ কেবলমাএ গানে গানে\ রাজার পথে লোক ছুটেছে, বেচা-কেনার হাঁক উঠেছে, আমার ছুটির অবেলাতেই দিন-দুপুরের মধ্যখানে_ কাজের মাঝে ডাক পড়েছে কেন যে তা কেই-বা জানে\ মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া। মধ্যদিনে মৌমাছিরা বেড়াক মুদু গুঞ্জরিয়া।

মন্দভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন অনেক কেটে, অলস বেলার খেলার সাথি এবার আমার হূদয় টানে_ বিনা কাজের ডাক পড়েছে কেন যে তা কেই-বা জানে"\[/রং]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।