আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড আনলো তাদের নতুন ভার্ষণ ৪.১ জেলি বিন। আসুন কিছুটা বিস্তারিত জেনে নেই এই নতুন ভার্ষণ সম্পর্কে।

তুমি যদি প্রতিটি দিন এটা ভেবে পার কর যে আজই তোমার জীবনের শেষ দিন, তাহলে একদিন তুমি সত্যি সঠিক হবে। বিভিন্ন মজাদার ডেসার্ট আইটেমের সঙ্গে মিল রেখে অপারেটিং সিস্টেমের নতুন ভার্সনগুলোর নাম দেয়ার ধারাবাহিকতা ধরে রাখতেই এবার গুগল তাদের নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমটির নাম দিয়েছে জেলি বিন। স্যান ফ্রান্সিসকোতে আই/ও কনফারেন্সে নতুন অপারেটিং সিস্টেমটি নিয়ে বিস্তারিত জানিয়েছে গুগল। গত বুধবার স্যান ফ্রান্সিসকোতে আয়োজিত আই/ও কনফারেন্সে সফটওয়্যার ডেভেলপার এবং সংবাদ মাধ্যমেগুলোকে অ্যান্ড্রয়েড জেলি বিন বা অ্যান্ড্রয়েড ৪.১ বিষয়ে বিস্তারিত জানায় গুগল। বলা হয়েছে, এতে থাকবে আরো শক্তিশালী ইউজার ইন্টারফেস, আরো উন্নত নোটিফিকেশন সিস্টেম এবং ভয়েস ট্রান্সক্রিপশন।

এতে আরো থাকছে সম্পূর্ন নতুন একটি ফিচার ‘গুগল নাও’। যে কোন সময়ে ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী তথ্য সরবরাহ করবে এটি। অন্যদিকে অ্যান্ড্রয়েড ৪.১ এর গুগল যথেষ্টই উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। ক্যালিফোর্নিয়ার মাইন্টেন ভিউ-এ গুগল হেডকোয়ার্টার এর সামনের লনটি গুগল কর্তপক্ষ সাজিয়েছে জেলি বিন ভর্তি অ্যান্ডয়েড ভাস্কর্য দিয়ে। মজার ব্যপার হচ্ছে গুগল হেডকোয়ার্টার সামনের লনটির পুরোটাই সাজানো ডোনাট, কাপকেক, এক্লেয়ার্স এর মত মজার মজার ডেসার্ট এর উপর ভিত্তি করে তৈরি ভাস্কর্যে।

২০১১ সালের নভেম্বর মাসে বাজারে আসা অ্যান্ডয়েড ৪.০ অপারেটিং সিস্টেমটির নাম দিয়েছিলো আইসক্রিম স্যান্ডউইচ। অ্যান্ড্রয়েড 4.1 জেলি বিন এ্রর পরিবর্তণসমূহ: 1. Project Butter has brought smoother and faster feeling user interface. 2. Improved notification center with expandable and actionable notifications. 3. Updated widget behavior. 4. Improved camera and gallery apps for easy photo snapping and sharing. 5. Improved keyboard behavior with with word prediction. 6. Added Accessibility options with support for external Braille input 7. Enhanced Android Beam allowing transfer of photos and video. 8. Offline Voice recognition and typing. 9. Google Voice search is more intelligent than ever. 10. Updated Google Search user interface. 11. Google Now adds automatic information feeds to your device (weather, traffic, sports, etc). 12. Bi-Directional text and additional language support. 13. Truly high-resolution contact photos. 14. USB audio output and HDMI multichannel audio output. 15. App encryption and Smart App updates. ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।