আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয় কিছু শের..১


স্কুল জিবন থেকে ই আমি এবং আমার এক বন্ধু সুমন বিভিন্ন প্রোগ্রামে শের বলতাম.. কিছু দিন থেকে চিন্তা করতেছিলাম এই গুলো নিয়ে পোষ্ট দেব। তবে এগুলো কিছু অন্যেদের মুখ থেকে শুনা, কিছু উপন্যাস, আর কিছু হিন্দি ফিল্ম থেকে নেয়া.. ভুল হলে দয়া করে মন্তব্য বলবেন.. ঠিক করে নিব। এক শের শুনাতাহু, বাদ দেয়ান ছে শুন এক শের শুনাতাহু, বাদ দেয়ান ছে শুন মুঝে শের নেহি আতা, কিছি অর ছে শুন =============================== আখোঁমে কালি, হোঁঠোপে লালি ঝিলমিল ঝিলমিল কারতিহে আশিকেরা দেখে দেখে, মুশকোরা-কার হাসতিহে যাব দেখা মে উসকা সুরাত, দিল পেরেশান হো-গেয়া হামকে দিওয়ানা বানাকার ও মাকাম-মে চল গেয়া ==================================== যিছে দিল দিয়া, ও দিল্লি চল্ গেয়ি যিচে পেয়ার কিয়া, ও ইতালি চল গেয়ি দিল নে কাহা খোদ-খুশি কারলে যালিম বিজলি কো হাত লাগায়া তো বিজলি চল্ গেয়ি ======================================== নিন্দ আয়ে তো খোয়াব আয়ে খোয়াব আয়ে তো তুম আয়ে ফের তুমারি ইয়াদমে না নিন্দ আয়ে, না খোয়াব আয়ে। ========================================= অর বি বহুতছি ছিজ, লুট ছুকি হে দিল কি-ছাত ইয়ে বাতায়া দোস্ত নে, ইস্ ক ফরমানে কি বাদ ইছ লিয়ে কামরাকি এক এক ছিজ চেক করতাহো মে "এক তেরি আনে ছে পেহলে, এক তেরি যানেকে বাদ" ========================================== চাঁদনী চাঁন্দ সে হুতি হে, সেতারো সে নেহি খুশবু ফুল ছে হুতি হে, পাতাওচে নেহি মহাব্বত এক ছে হুতি হে, হাজারো ছে নেহি। ========================================== মেনে-তো আপনো নে লুটা, গায়রো-নে কেয়া গাম থা মেরী এক কিস্তি থা ডুবি উহা, যাহা পানি কম থা। =========================================== দুনিয়াছে যো ডরে, উচে কায়ের কেহতি-হে দুনিয়াছে যো ডরে, উচে কায়ের কেহতি-হে বিবি-ছে যো ডরে, উচে শোহার কেহতি-হে ========================================= নদী নদী না হো, যিছমে পানি নাহো হাওয়া হাওয়া না হো, যিছমে রওয়ানি নাহো অর সাদি সাদি না হো, যিছমে প্রেম কাহানি নাহো। ======================================= বারি মুদদাছ-সে মেরি দিল মে, এক তাছবির বেহতি-হে.. তেরি যুলপো কি ছাও মে, মেরি তাকদির বেহতি হে.. ============================== *** হিন্দি শের বাংলায় লিখে উচ্চারণ এ সমস্যা হতে পারে.. ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।