আমাদের কথা খুঁজে নিন

   

স্পেনে জনপ্রিয় রিংটোন "শাট আপ"



প্রযুক্তির উন্নয়নে সেল ফোন ব্যবহারকারীরা এখন যান্ত্রিক রিংটোন খুব কমই শুনে থাকেন। এর পরিবর্তে গান অথবা প্রিয় মানুষের কণ্ঠস্বর বারবার শুনতে পছন্দ করেন তারা। কেউ সরাসরি গান কিংবা কথাগুলো শোনেন আবার অন্যরা সে কথা বা গানের সুরে তৈরি রিংটোন শোনেন। এমনি এক মজার রিংটোন চাঞ্চল্য সৃষ্টি করেছে স্পেনে। ইতিমধ্যে শাট আপ নামে এ রিংটোনটি আয় করেছে প্রায় ২০ লাখ ডলার।

দেশটির আনুমানিক পাচ লাখ লোক তাদের মোবাইলে টোনটি ডাউনলোড করে নিয়েছে। সম্প্রতি আইবেরো-আমেরিকান শীর্ষ সম্মেলনে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী হোসে মারিয়া আজনারকে ফ্যাসিস্ট বলে উল্লেখ করেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হিউগো শাভেজ। একই সঙ্গে তিনি স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী হোসে রড্রিগেজ জাপাতেরোর বক্তব্যেও হস্তক্ষেপ করেন। এতে স্পেনের রাজা হুয়ান কার্লোস ধমক দিয়ে শাভেজকে "শাট আপ" বা চুপ করতে বলেন। প্রিয় রাজার সেই ধমকে উচ্ছ্বসিত হয়ে উঠেছেন স্প্যানিশরা।

রিংটোন প্রস্তুতকারী কম্পানিগুলোও সুযোগটি লুফে নেয়। আইনি কোনো জটিলতার তোয়াক্কা না করে তারা রাজার কণ্ঠে উচ্চারিত হোয়াই ডোন্ট ইউ শাট আপ-কে রিংটোন বানিয়ে ফেলেন। এতে নিজেদের মোবাইলে টোনটি ডাউনলোড এবং সেট করে নেন ব্যবহারকারীরা। অন্যদিকে ভেনিজুয়েলায়ও শাভেজ বিরোধী একদল শিক্ষার্থী রিংটোনটি ডাউনলোড করে নিয়েছে বলে জানিয়েছে আমেরিকার মিয়ামি হেরাল্ড পত্রিকা। রাজধানী কারাকাস থেকে এক ছাত্র বলেন, এটি এক ধরনের প্রতিবাদের সুর।

এ ভাষায় প্রেসিডেন্ট শাভেজকে প্রতিবাদ জানানোর আরো বহু লোক রয়েছে ভেনিজুয়েলায়। সূত্র : যায়যায়দিন

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।