আমাদের কথা খুঁজে নিন

   

জনপ্রিয় পাসওয়ার্ড কী কী?

আল্লাহ মহান

ইংরেজি হরফে ‘১২৩৪৫৬’ সংখ্যাটি পাসওয়ার্ড বা গোপন সংকেত হিসেবে সবচেয়ে বেশি ব্যবহূত হচ্ছে। ২০১৩ সালে পরিচালিত এক জরিপে এ তথ্য প্রকাশিত হয়েছে। এর আগে ব্যবহারের শীর্ষে ছিল ইংরেজি ‘পাসওয়ার্ড’ শব্দটি।
কম্পিউটার, স্মার্টফোন, মুঠোফোন প্রভৃতি আধুনিক ইলেট্রনিক যন্ত্রপাতি ছাড়াও অনলাইনের বিভিন্ন অ্যাকাউন্টে (ই-মেইল বা ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগমাধ্যম) তথ্য সুরক্ষিত রাখতে গোপন সংকেত বা পাসওয়ার্ড ব্যবহারের অতি পরিচিত। কিন্তু অনেকে আবার একই পাসওয়ার্ড ব্যবহার করেন।

এতে তথ্য সুরক্ষার মূল লক্ষ্যটিই ব্যর্থ হয় এবং হ্যাকারের দল বিভিন্ন ব্যক্তিগত ও গোপন দলিলপত্র ফাঁস করার সুযোগ পেয়ে যায়। সহজে মনে রাখার সুবিধার্থে অনেকে খুবই সাধারণ শব্দরাশি বা সংখ্যাকে পাসওয়ার্ড হিসেবে বেছে নেন।
মুঠোফোনের সফটওয়্যার তৈরির কাজে যুক্ত প্রতিষ্ঠান স্প্ল্যাশডাটার বার্ষিক জরিপ অনুযায়ী সবচেয়ে জনপ্রিয় পাসওয়ার্ডগুলোকে ক্রমান্বয়ে সাজিয়ে একটি তালিকা প্রণীত হয়েছে। ইন্টারনেট থেকে ২০১৩ সালে ফাঁস হয়েছে এ রকম গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য-উপাত্ত বা দলিলপত্রের উৎস এবং হ্যাকারদের সংগৃহীত তথ্যে এসব পাসওয়ার্ডের জনপ্রিয়তা যাচাই করা হয়। সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোব গত অক্টোবরে একটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছিল।

তিন কোটি ৮০ লাখ গ্রাহককে লক্ষ্য করে ওই হামলা হয়েছিল বলে ধারণা করা হয়। তাঁদের মধ্যে বেশি ব্যবহূত শীর্ষ দুটি পাসওয়ার্ড ছিল ‘এডিওবিই১২৩’ ও ‘পিএইচওটিওএসএইচওপি’ বা ‘ফটোশপ’।
তালিকায় ‘পাসওয়ার্ড’ ছাড়াও তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ‘১২৩৪৫৬৭৮’ ও ‘কিউডব্লিউইআরটিওয়াই’। জনপ্রিয় অন্যান্য পাসওয়ার্ডের মধ্যে রয়েছে ‘এবিসি১২৩’, ‘এলইটিএমইআইএন’ বা ‘লেটমিইন’ ও সব সময় দুর্দান্ত হিসেবে পরিচিত ‘১১১১১১’।
ভবিষ্যতে পাসওয়ার্ডের বিকল্প কোনো প্রযুক্তি উদ্ভাবনের চিন্তাভাবনা ইতিমধ্যে শুরু হয়েছে।

আপাতত সংখ্যা ও পরিচিত শব্দের সমন্বয়ে সৃজনশীল বা অনন্য পাসওয়ার্ড বেছে নেওয়ার পরামর্শ দিচ্ছেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞরা। অবশ্য হ্যাকাররাও নিত্যনতুন কৌশল খাটিয়ে মানুষের গোপন পাসওয়ার্ড বের করে ফেলতে সব সময় তৎপর রয়েছে।
সুত্র: প্রথম আলো

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।