আমাদের কথা খুঁজে নিন

   

ভারতে সপ্তাহ শেষে সর্বাধিক বিক্রিত গ্রন্থ বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্মজীবনী”

ভারতে গত সপ্তাহ শেষে বেস্ট সেলার বুক হিসেবে উঠে এসেছে বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক গ্রন্থ “অসমাপ্ত আত্মজীবনী” বা “আনফিনিস্ড মেমোরি”। শেখ মুজিবুর রহমান ১৯৬৭ থেকে ১৯৬৯ সময়ে কারাগারে থাকা অবস্থায় আত্মজীবনী লেখা শুরু করেন। কিন্তু তিনি তা শেষ করে যেতে পারেননি। বইটিতে কলকাতাকেন্দ্রিক প্রাদেশিক মুসলিম ছাত্রলীগ ও মুসলিম লীগের রাজনীতি, দেশ বিভাগের পরবর্তী সময়ে থেকে ১৯৫৪ সাল পর্যন্ত পূর্ব বাংলার রাজনীতি, কেন্দ্রীয় ও প্রাদেশিক মুসলিম লীগ সরকারের অপশাসন, ভাষা আন্দোলন, ছাত্রলীগ ও আওয়ামী লীগ প্রতিষ্ঠা, যুক্তফ্রন্ট গঠন ও নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন, আদমজীর দাঙ্গা, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের বৈষম্যমূলক শাসন ও ষড়যন্ত্রের লেখকের প্রত্যক্ষ অভিজ্ঞতার বিস্তৃত বিবরণ রয়েছে। বইটিতে জেল ও জেলের বাইরের জীবন পরিবার-পরিজনের কথাও বলেছেন বঙ্গবন্ধু।

সেই সঙ্গে রয়েছে বঙ্গবন্ধুর আত্মজীবনী লেখার প্রেক্ষাপট, লেখকের বংশ পরিচয়, জন্ম, শৈশব, স্কুল ও কলেজের শিক্ষাজীবন। “অসমাপ্ত আত্মজীবনী”এর ইংরেজী অনুবাদ “আনফিনিস্ড মেমোরি” এর অনুবাদক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক ড. ফখরুল আলম। ইউনিভার্সিটি প্রেস লিমিটেড (ইউপিএল) বই দুটি প্রকাশ করেছে। গ্রন্থটি ১৬ জুন বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে প্রকাশিত হয়। গত ১৮ জুন ভারত থেকে বইটি প্রকাশ করেছে পেঙ্গুইন প্রকাশনী।

বইটির বাংলা সংস্করণের মূল্য ৫২৫ টাকা এবং ইংরেজি সংস্করণ ১২০০ টাকা। অপরদিকে পেঙ্গুইন প্রকাশনী বইটির দাম রেখেছে ৬৯৯ রূপি। সূত্রঃজিনিউজ Click This Link ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.