আমাদের কথা খুঁজে নিন

   

তারেক জিয়ার খাম্বার নিয়ে হাম্বা কাহিনী ও অপু উকিলের পাকিস্তান প্রীতি

দেশ কে ভালবাসি এই যদি হয় আমার অন্যায় তবে আমি অপরাধী তারেক জিয়া এবং খাম্বার ইতি কথা। ==================== তারেক জিয়া কে নিয়ে কেন এই সরকারের এত মাথা ব্যাথ্যা? বছরে কেন ১৬ কোটি টাকা ব্যায় করা হয় শুধু তারেক জিয়ার নামে অপ প্রচারে? Click This Link খাম্বা সম্মন্ধে অনেক কথাই বলি, না জেনে। বিদ্যুৎ নাই, খাম্বা কেন? এবার শুনেন খাম্বার ইতি কথা। 2000 সালে পাওয়ার জেনারেসনে ফান্ড দেয়ার পর এডিবি নতুন বিএনপি সরকারের উপর চাপ প্রয়োগ করে পাওয়ার সেক্টর ডেভেলপমেন্ট এর উপর, যার বড় একটি অংশ জুড়ে ছিল পাওয়ার ডিস্ট্রিবিউসন সিস্টেম উন্নয়ন করা, সিসটেম লস কমানো ও বিল আদায় বাড়ানো। সেই পলিসির কারনে পাওয়ার জেনারেসনে ফান্ডিং কমিয়ে দেয়।

এবং ভবিষ্যত ফান্ডিং এর উপর 8 টি শর্ত জুড়ে দেয়া হয়। তার একটি বড় অংশ জুড়ে ছিল বহুল আলোচিত খাম্বা। 2001 এর 17ই ডিসেমবার 260 মিলিয়ন ডলারের প্রজেক্ট হাতে নেয়া হয় বাংলাদেশের পশ্চিমানচলের খান্বার জন্য ও অন্যান্য রিফরময়ের জন্য। যার মধ্যে 200 মিলিয়ন ডলার ছিলো এডিবি লোন। West Zone Power System Development Project Click This Link (Page 5) http://www.adb.org/projects/31296-013/main তারপর, 2003 সালের 10ই ডিসেম্বারে 2 ভাগে আরো 280 মিলিয়ন ডলার লোন দেয়া হয় পাওয়ার সেক্টর রিফরম ও উত্তর পশ্চিমানচলের খাম্বা ও মেঘনাঘাট-2 প্রজেক্ট।

Power Sector Development Program http://www.adb.org/projects/36205-013/main http://www.adb.org/projects/36205-023/main তারপর 2005 সালে 800000 ডলার দেয়া হয় আরেকটি রিফরম এর জন্য। Corporatization of Bangladesh Power Development Board(BPDB) Click This Link (Page 9) এখানে সব প্রজেকট এর খবর পাবেন। Click This Link এইসব শর্ত পুরনের উপর ভিত্তি করেই বলা হয় যে বাংলাদেশ 2 ভাগে আরো 465 মিলিয়ন ডলার পাবে পাওয়ার জেনারেশনের জন্য। Sustainable Power Sector Development Program (Project) http://www.adb.org/projects/36107-013/main http://www.adb.org/projects/36107-023/main যা কিনা 2007 সালে দেয়া হয়েছে। এর বড় একটি অংশ যাবে জেনারেশনে।

-------------------------------------------------------------------- সুতরাং খাম্বাগুলো ছিলো এডিবির শর্তের একটা বড় অংশ। তারেক জিয়ার কোনো চুরির ধান্দা না। কৃতজ্ঞতাঃ জেড ফোর্স ট্রুপার্স Imamul Hoque অপু উকিলের পবিত্র সংসদে দাঁড়িয়ে খালেদা জিয়াকে নিয়ে মিথ্যাচার এক জন নারী হয়ে নারীত্বের অবমাননা ==================================== পাকিস্তানের নামে অপু উকিলের গায়ে জ্বালা ধরে অথচ মিথ্যাচারের সময় পাকিস্তান ফেরেশতা হয়ে যায় গতকাল (২০ জুন ২০১৩, বৃহস্পতিবার) সংসদে খালেদা জিয়াকে নিয়ে অশ্রাব্য বক্তব্য প্রদানকারী অপু উকিল সংরক্ষিত মহিলা আসনে নেত্রকোনা থেকে আওয়ামী লীগের মনোনীত এমপি। তার স্বামী নেত্রকোনা জেলার কেন্দুয়ার সন্তান, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল। অপু উকিল যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক।

অপু উকিল, তোমার যখন নামের শেষে মাননীয় সংসদ সদস্যা লাগায় তখন বুজা যায় সংসদ সদস্যদের মান কোথায় নেমে গেছে। শুকুর আলহামদুলিল্লাহ আমার চৌদ্দগুষ্ঠীর মধ্যে কোন সাংসদ নাই। যাক শুরুতেই একটা ব্যাপার ক্লিয়ার করে নেই যে সিদ্দীক সালিকের Indo-Pakistan war of 1965 বইর উদৃতি দিয়ে তুমি বেগ্ম খালেদা জিয়ার বংশ পরিচয় টানছ সে রকম কোন বই সিদ্দীক সালিক লেখে নাই। সন্মানিত পাঠক মাত্র একবার গুগল সার্চ দিলেই পেয়ে যাবে সিদ্দীক সালিক ৯টি বই লেখেছেন সেগুলো নিচে লিষ্ট আকারে দেয়া হল। সিদ্দীক সালিকের ফেবু পেজ দেখুন Click This Link ১ witness of surrender ২ yaraan dozakh (a recollection of his years as a prisoner of war after the fall of Dacca, East Pakistan) ৩ Ta damay tehreer (Urdu) ৪ Emergency ৫ Pressure cooker ৬ Salute ৭ State vs Politics ৮ A case study of Pakistan ৯ The wounded pride আমি যে ব্যাপারটা নিয়ে হতবাক তা হল পবিত্র সংসদে যখন অপুর মত বাজারী মেয়েছেলে দেশের প্রাক্তন প্রধান মন্ত্রীকে নিয়ে এই ধরনের মিথ্যাচার করে তখন সরকার দলীয় সংসদরা ফুর্তি করে আর ডেপুটি স্পীকার কর্নেল শওকত বিব্রত হয়ে বসে ছিলেন।

এই সব তৃতীয় শ্রেনীর মেয়েদের দ্বারা পরিপূর্ন সংসদে কিভাবে বিএনপি এখনো আছে? আমি বিএনপি সাংসদদের কাছে জবাব চাই। এই সেই অপু উকিল যার বিরুদ্ধে হাইকোর্ট আদালত অবমাননা রুল জারি করে Click This Link গত বছরের ১৫ নভেম্বর সমাজকল্যাণ সংসদীয় কমিটির বৈঠকে গণ্ডগোল পাকান এই কৃতী এমপি। তার রুক্ষ আচরণ থেকে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, সচিব, ডিজিসহ সংসদ সচিবালয়ের কর্মকর্তা কেউ রক্ষা পাননি। ফলে তিনি ছাড়া প্রত্যেকে 'বিক্ষুব্ধ, বিষণ্ন ও হতাশা' নিয়ে বেঠক কক্ষ ত্যাগ করেন। সংসদীয় কমিটির ওই বৈঠকে অপু উকিল বলেন, 'আমি এখন থেকে যেটাই বলবো সেটাই সিদ্ধান্ত হবে।

প্রতিমন্ত্রী হয়েছে তাই কি হয়েছে। ' Click This Link ইহারাই সরকার দলীয় সুযোগ্য এম পি। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.