আমাদের কথা খুঁজে নিন

   

খোকার ইচ্ছে

এইচ এম শরীফ উল্লাহ ————————————————————– উৎসর্গঃ (একজন সুন্দর মনের মানুষ) সায়েদা আলী এবং আমাদের সবার প্রিয় মা-বাবা হারা মেঘ ***************************************************** ইচ্ছে করে ছোট্ট খোকার যাবে চাঁদের দেশে; বিশ্বটাকে দেখবে এবার আবিস্কারের নেশে। ইচ্ছে তাহার হবে একদিন রঙ্গিন প্রজাপতি; মনের ডানায় উড়বে সদা ছড়াবে মনের জ্যোতি! খোকার ইচ্ছে হবে বড় হবে মহিয়ান; আত্ম-পর সব ভুলে হবে আগুয়ান! দেশের তরে ভালোবাসা সবার তরে সুখ; সদা বলবে সত্য কথা থাকবে না আর দুখ। ফুলের মতো গড়বে জীবন পরের সুখে সুখী; নিজকে ভুলে পরকে আপন থাকবে না কেউ দুখী। চাঁদ হাসবে,তারা হাসবে হাসবে খোকার দেশ; দুই হাতে সুখ বিলাবে হইবে না কো শেষ। সৎ জীবনে ব্রত হবে হতে হবে মহৎ; সত্যের পথে চলতে হবে হতেই হবে সৎ। স্বপ্ন খোকার জীবন গড়ার গড়বে আপন দেশ; বাঁচার মতো বাঁচতে হবে থাকবে না কো ক্লেশ।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।