আমাদের কথা খুঁজে নিন

   

খনার বচন ও মন্ত্রিদের বচন ২ টাই একসাথে

বাংলা ব্লগের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা। বাংলা ব্লগকে বাঁচাতেই আমার আবির্ভাব! কিছু খনার বচন খনা সম্পর্কে জানতে - খনা এবং খনা ১)আষাঢ়ে পনের শ্রাবণে পুরো ধান লাগাও যত পারো। ব্যাখ্যাঃ আষাঢ় মাসের ১৫তারিখ থেকে শ্রাবণ মাসের শেষ দিন পর্যন্ত ধান লাগানোর উপযুক্ত সময়। মন্ত্রির বচন ১) সাধারণ মানুষ ডিম খায় না তাই ডিমের দাম এক টাকা বাড়লেও ক্ষতি নাই !! - আমির খুসরু মাহমুদ চৌধুরী । ( সাবেক বাণিজ্যমন্ত্রী ) ২)পটল বুনলে ফাগুনে ফলন বাড়ে দ্বিগুণে।

ব্যাখ্যাঃ ফালগুন মাসে পটল চাড়া বুনলে ভাল ফলন পাওয়া যায়। মন্ত্রির বচন - আল্লাহর মাল আল্লায় লইয়া গেছে !! - আলতাফ হোসেন চৌধুরী ৩)শোনরে বাপু চাষার পো সুপারী বাগে মান্দার রো। মান্দার পাতা পচলে গোড়ায় ফড়ফড়াইয়া ফল বাড়ায়। ব্যাখ্যাঃ মান্দর গাছে প্রচুর পাতা হয় এবং একটা নিদৃষ্ট সময় পর সেই পাতা ঝরে পরে। সুপারী বাগানে মান্দর গাছ লাগালে তার পাতা পচে ভালো জৈবসার হয়, এর ফলে সুপারি ফলন ভালো হয়।

মন্ত্রির বচন - বাঙালি শুধু ভাত খায় !!কেন ভাতের বদলে ফুলকপি , বাধাকপি এসব ত খাইতে পারে !! - সাইফুর রাহমান । (প্রয়াত অর্থমন্ত্রী ) ৪)গাছ-গাছালি ঘন রোবে না গাছ হবে তাতে ফল হবে না। ব্যাখ্যাঃ ঘন করে গাছ লাগালে সেখান থেকে আশানুরুপ ফলন হয় না। তাই একটু ফাঁকা ফাঁকা করে গাছ লাগাতে হয়। মন্ত্রির বচন - We are looking for শত্রুস।

- বাবর ৫)সুপারীতে গোবর, বাশে মাটি অফলা নারিকেল শিকর কাটি। ব্যাখ্যাঃ সুপারী গাছের গোড়ায় গোবর (জৈব সার) আর বাশের গোড়ায় মাটি বেশী থাকলে তা ফলনের জন্য ভালো। আর ডাব বা নারকেল গাছে ডাব না হলে সেই গাছ কেটে ফেলাই ভালো। মন্ত্রির বচন - কম খান !! - ফারুখ খান !! ৬) বিপদে পড় নহে ভয় অভিজ্ঞতায় হবে জয় ৭)কপালে নাই ঘি, ঠকঠকালে হবে কি! মন্ত্রির বচন - পুলিশ আগের চেয়ে ভালো হয়েছে। - সাহারা খাতুন ।

৮)খনা বলে শুনে যাও নারিকেল মুলে চিটা দাও গাছ হয় তাজা মোটা তাড়াতাড়ি ধরে গোটা। মন্ত্রির বচন -ড্রাইভাররা গরু-ছাগল চিনলেই হবে। - নৌ - পরিবহন মন্ত্রি !! ৯)বেঙ ডাকে ঘন ঘন শীঘ্র হবে বৃষ্টি জান। মন্ত্রির বচন - বর্তমান সরকারের আমলে কোনো ‘ক্রসফায়ার’ হয়নি। - সাহারা খাতুন !! ১০) শুনরে বাপু চাষার বেটা মাটির মধ্যে বেলে যেটা তাতে যদি বুনিস পটল তাতে তোর আশার সফল।

- বেলে মাটিতে পটলের ফলন সবচেয়ে ভালো হয় । মন্ত্রির বচন - ১০ বছরের মধ্যে দেশের আইন-শৃঙ্খলা এখন সবচেয়ে ভালো !! - সাহারা খাতুন । ১১. কি কর শ্বশুর মিছে খেটে ফাল্গুনে এঁটে পোত কেটে বেড়ে যাবে ঝাড়কি ঝাড় কলা বইতে ভাংগে ঘাড়। মন্ত্রির বচন - আমার সময়ে যে উন্নয়ন হয়েছে গত ১০০ বছরেও সে উন্নয়ন হয়নি !! - সাবেক যোগাযোগ মন্ত্রি আবুল হোসেন । ১২. ভাদরে করে কলা রোপন স্ববংশে মরিল রাবণ।

মন্ত্রির বচন -ফেলানী, বাংলাদেশী ছিল না! -পররাষ্ট্রমন্ত্রী দিপু মণি ১৩. গো নারিকেল নেড়ে রো আমা টুকরা কাঁঠাল ভো। মন্ত্রির বচন - যারা ভারতীয়দের সাইবার স্পেস ধ্বংস করছে, তারা স্বাধীনতা বিরোধী এবং ইসলামী সন্ত্রাসী। ” -পররাষ্ট্রমন্ত্রী দিপু মণি !! ১৪. সুপারীতে গোবর, বাশে মাটি অফলা নারিকেল শিকর কাটি মন্ত্রির বচন - পরবর্তী মন্ত্রী এসে দেখবেন, আমি কত্ত ভালো অবস্থানে রেখে গেছি যোগাযোগ মন্ত্রণালয়কে। ” - সাবেক যোগাযোগ মন্ত্রি আবুল হোসেন । ১৫. খনা বলে শুনে যাও নারিকেল মুলে চিটা দাও গাছ হয় তাজা মোটা তাড়াতাড়ি ধরে গোটা।

মন্ত্রির বচন -বাঘে ধরলে বাঘে ছাড়ে, শেখ হাসিনা ধরলে ছাড়ে না : সুরঞ্জিত সেনগুপ্ত !! ১৬. ডাক ছেড়ে বলে রাবণ কলা রোবে আষাঢ় শ্রাবণ। মন্ত্রির বচন - টাকা থাকলে ঢাকাকে চার ভাগ করতাম : প্রধানমন্ত্রী ১৭. পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয় সেই বছর বন্যা হয়। মন্ত্রির বচন - বোরকা পরা থেকে বাচতে হলে ছেলে মেয়েদের নাচ গান শিক্ষা দিন” - ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী। ১৮. মংগলে উষা বুধে পা যথা ইচ্ছা তথা যা। মন্ত্রির বচন[/sb ] - ৫৫বছরের রাজনীতি৫ ৫ সেকেন্ডে শেষ হয়ে যাবেনা !' - সুরঞ্জিতদা !! ১৯. পুত্র ভাগ্যে যশ কন্যা ভাগ্যে লক্ষী মন্ত্রির বচন - শেয়ার বাজারে বিনিয়োগকারীরা ফটকাবাজ - আবুল মাল !! ২০. উঠান ভরা লাউ শশা ঘরে তার লক্ষীর দশা মন্ত্রির বচন - কম খেলে সমস্যাও কমবে।

এতে ব্যবসায়ীদেরও উচিত শিক্ষা হবে। আগেকার মানুষ কম খেত বলে বেশি দিন বাঁচত। খাদ্যগ্রহণের পরিমাণ কমালে ব্যবসায়ীরা খাদ্যে ভেজাল মেশাতে নিরুৎসাহিত হবে। ' - ফারুখ খান !! ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।