আমাদের কথা খুঁজে নিন

   

খনার বচন (২) যে না শোনে খনার বচন সংসারে তার চির পচন

মনের আনন্দে অথবা মনন যন্ত্রনায় মনন কথা লিখি নিশিদিন.......... খনার বচনগুলো সবচেয়ে বেশি উপকার করে বাংলার কৃষক সমাজের। নেটে অনেকেই আছেন নিতান্ত শখের বশে কৃষিকাজ করেন। আশাকরি এই পোষ্টটি কিছুটা হলেও তাদের উপকারে আসবে। আর যারা ইতিমধ্যে এই বচন গুলো পড়েছেন তাদের কাছে আগাম ক্ষমা চাইছি। ছায়া ভালো ছাতার তল, বল ভালো নিজের বল।

ক্ষেত আর পুত। যত্ন বিনে যমদূত। । সবল গরু, গভীর চাষ তাতে পুরে চাষার আশ। খরা ভুয়ে ঢালবি জল সারাবছর পাবি ফল।

কাঁচা রোপা শুকায় ভুঁইয়ে ধান ভুঁইয়ে লুটায়। বার পুত, তের নাতি তবে কর কুশার ক্ষেতি। তাল বাড়ে ঝোঁপে খেজুর বাড়ে কোপে। খনা বলে শোনভাই তুলায় তুলা অধিক পাই। ভাদরে করে কলা রোপন স্ববংশে মরিল রাবণ।

গো নারিকেল নেড়ে রো আমা টুকরা কাঁঠাল ভো। সুপারীতে গোবর, বাশে মাটি অফলা নারিকেল শিকর কাটি। পূর্ব আষাঢ়ে দক্ষিণা বয় সেই বৎসর বন্যা হয়। যদি বর্ষে গাল্গুনে চিনা কাউন দ্বিগুনে। চালায় চালায় কুমুড় পাতা লক্ষ্মী বলেন আছি তথা।

আখ আদা রুই এই তিন চৈতে রুই। চৈত্রে দিয়া মাটি বৈশাখে কর পরিপাটি। দাতার নারিকেল, বখিলের বাঁশ কমে না বাড়ে বারো মাস। সোমে ও বুধে না দিও হাত ধার করিয়া খাইও ভাত। জৈষ্ঠতে তারা ফুটে তবে জানবে বর্ষা বটে।

বাঁশের ধারে হলুদ দিলে খনা বলে দ্বিগুণ বাড়ে। গাই পালে মেয়ে দুধ পড়ে বেয়ে। মাঘ মাসে বর্ষে দেবা রাজ্য ছেড়ে প্রজার সেবা। চৈতের কুয়া আমের ক্ষয় তাল তেঁতুলের কিবা হয়। আমে ধান তেঁতুলে বান।

যদি বর্ষে মাঘের শেষ ধন্যি রাজা পুণ্যি দেশ। সূর্যের চেয়ে বালি গরম!! নদীর চেয়ে প্যাক ঠান্ডা!! সমানে সমানে দোস্তি সমানে সমানে কুস্তি। গরু ছাগলের মুখে বিষ চারা না খায় রাখিস দিশ । যদি ঝরে কাত্তি সোনা রাত্তি রাত্তি। মেঘ করে রাত্রে হয় জল তবে মাঠে যাওয়াই বিফল।

যদি থাকে টাকা করবার গোঁ চৈত্র মাসে ভুট্টা দিয়ে রো। হলে ফুল কাট শনা পাট পাকিলে লাভ দ্বিগুণা। পাঁচ রবি মাসে পায়, ঝরা কিংবা খরায় যায়। আম নিম জামের ডালে দাঁত মাজও কুতুহলে। সকল গাছ কাটিকুটি কাঁঠাল গাছে দেই মাটি।

ভাদরের চারি আশ্বিনের চারি কলাই রোব যত পারি। ফাল্গুন না রুলে ওল শেষে হয় গণ্ডগোল। মাঘে মুখী, ফাল্গুনে চুখি, চৈতে লতা, বৈশাখে পাতা। সরিষা বনে কলাই মুগ, বুনে বেড়াও চাপড়ে বুক। গোবর দিয়া কর যতন, ফলবে দ্বিগুণ ফসল রতন।

খনা বলে চাষার পো শরতের শেষে সরিষা রো। খনার বচন (১) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।