আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা বৈশাখে বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার নানা আয়োজনে বাংলাদেশে পালিত হচ্ছে পহেলা বৈশাখ- বাংলা নববর্ষ ১৪২০। জীর্ণ পুরাতনকে ভাসিয়ে দিয়ে নতুনের জয়গান করার দিন আজ। আজ নববর্ষের দিন রাজধানীসহ সারাদেশে সকাল থেকেই আবহাওয়া গরম থাকবে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সেখান থেকে আরও জানা গেছে, এদিন গরম থাকবে সারাদেশেই এবং বিকালের দিকে ঢাকা, খুলনা, বরিশাল, সিলেটসহ বেশ কিছু এলাকায় বৃষ্টি কিংবা ঝড় হওয়ার সম্ভাবনা আছে। আশঙ্কা আছে কালবৈশাখীরও।

সারাদেশে চলমান তাপপ্রবাহে তা সাময়িক প্রভাব ফেললেও সামনের সপ্তাহগুলো আরও উত্তপ্ত হবে বলেই জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে। গরমে হাঁসফাঁস করছে দেশবাসী। চলছে মাঝারি তাপোদাহ। এখন পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতেও তাপমাত্রা ছাড়িয়েছে একচল্লিশ ডিগ্রি।

ঢাকায় কিছুটা কম হলেও মানুষের ভোগান্তি কম নয় এতোটুকু। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে তাপপ্রবাহ থাকবে আরও কয়েক দিন। মে মাসে তা হবে আরও তীব্র। খবরের লিঙ্কঃ www.sciencetech24.com  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।