আমাদের কথা খুঁজে নিন

   

পহেলা বৈশাখ



আর মাত্র একদিন পর-ই পহেলা বৈশাখ। অনেক জিজ্ঞাসা, অনেক অপেক্ষা আমার কাছ থেকে গোমরা মুখ হয়ে ফিরে যাচ্ছে। সমালোচনা হিসেবে যা কয়েকটা উক্তি ভাগ্যে জুটছে তা হল, আমি একটু ব্যতিক্রম অথবা আমি নীরস। গত পহেলা বৈশাখের দিনে সারাদিন ঘুমিয়ে কাটিয়েছিলাম। ঘুম থেকে উঠে সন্ধ্যা বেলায় আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করেছিলাম, আসলেই কি আমি ব্যতিক্রম? আমার প্রতিবিম্ব কোন উত্তর দেয়নি আমায়।

এরপর আর জিজ্ঞেস ও করি নি আজকের দিন পর্যন্ত। আজ আবার জিজ্ঞেস করছি, আমার প্রতিবিম্বকে নয় আমার মনকে। মনে হচ্ছে মনটা আজ খুব ফুরফুরে। হেয়ালীভাবে উত্তর দিচ্ছে হয়তোবা। হয়তোবা উত্তরটা কি সন্তোষজনক কিনা তা আমি নিজেও বুঝতে পারছি না।

যখন ই এই প্রশ্নের উত্তর খুঁজি তখনই নানা যুক্তি এসে উপস্থিত হয় আমার কাছে। এটা আবার কি ধরনের ঐতিহ্য লালন? উৎসবতো তাদের জন্য যারা সারা বছর এই ঐতিহ্যকে ধরে রাখে। একদিনের উৎসব দিয়ে কি আর ঐতিহ্য ধরে রাখা যায়? এই বৈশাখেও আমি ঘুমাব। উৎসবে মাতিব না। ঐতিহ্যকে ধারন করিব।

ঐতিহ্যকে লালন করিব। তবেই উৎসবে মাতিব।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।