আমাদের কথা খুঁজে নিন

   

প্রেম করলে সেক্স করতে হয়--প্রথম আলো

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা এ এক অসম্ভব সুন্দর বাণী শুনলাম। আহা কতই না আধুনিক আর কতোই না দার্শনিক মন্তব্য এটি। ভাবতে খুব খারাপ লাগছে প্রগতিশীলতার মুখোশ নিয়ে আমরা আমাদের বিবেককে অতিরঞ্জিত করতে পারি না। একটি শীর্ষস্থানীয় পত্রিকার অনেক কিছু বলার আছে আর অনেক কিছু দেয়ার আছে। আমরাও সেটাই প্রত্যাশা করি।

কয়েক বছর আছে আলপিনের বির্তক বাংলাদেশে ধর্মীয় অনুভুতিতে ব্যপক আঘাত হেনেছিল। পরে ক্ষমার মাধ্যমে বিষয়টি সমাধান করেন প্রথম আলোর মতিউর রহমান(মতি ভাই)। গত ১২ জুন তাদের প্রকাশিত নকশায় সুবন্ধু সমীপেষু ফিচার পাতায় পাঠকের প্রশ্নে সারা যাকের উত্তর প্রদান করেছেন। সেটা অনেকটা উষ্মকানিমূলক ও বিভ্রান্তমূলক। সারা যাকেরকে আমি অনেক পছন্দ করি ।

বিশেষ করে তার উপস্থাপনা। এরিশের আর আলী যাকেরের অভিনয় খারাপ নয়। কিন্তু একজন সচেতন ব্যক্তি হয়ে তিনি কিভাবে এই ধরনের মন্তব্য করতে পারলেন। এক পাঠকের প্রেম নিয়ে সমস্যার উত্তর খুজতে গিয়ে তিনি সরাসরি এই মন্তব্যটি করেছেন;;;;; একজন আরেকজনকে ভালোবাসলে, এ রকম শারীরিক সম্পর্ক হয়ে যেতে পারে। এটা নিয়ে অপরাধবোধে ভোগার কিছু নেই।

তুমি আরেক জায়গায় বিয়ে করলে এ বিষয়টি কোনো বাধা হয়ে দাঁড়াবে না। তুমি বিষয়টি তোমার স্বামীর কাছে কীভাবে তুলে ধরছো, সেটার ওপর অবশ্য অনেকটাই নির্ভর করে। ....................." Click This Link তার মানে ঘটনাটি কি দাড়াচ্ছে? প্রথম আলো কি তাহলে প্রেম মানে সেক্স. আর তা করতে উৎসাহ দিচ্ছে? নাকি সারা যাকের তার দীর্ঘ প্রেম জীবনের অভিজ্ঞতার আলোকে এই প্রশ্নে উত্তর প্রদান করেছেন। আমি বুঝি না একজন বিবেকবান ব্যক্তি হয়ে কিভাবে প্রেমের মতো একটি পবিত্র সম্পর্ককে নাস্তিকবাদী মন্তব্য করেছেন। প্রেমকে যদি তার সেক্সচর্চা করে উৎসাহ দেয় তাহলে েএই পবিত্র সম্পর্ক আর থাকবে না? নাকি কতিপয় মানুষকে খুশি করার জন্য আবোল-তাবোল মন্তব্য করেছেন।

আমি জানি না আপনারা ডি-জে পার্টিকে তাহলে কি বলবেন? আসলে মৌলিক অবক্ষয় আর সমাজের ঘুনে ধরা ব্যবস্থা আমাদের মানসিকতাকে নীচু করে তুলছে। এইসব কু-রুচিপূর্ণ মন্তব্য আর দেশদ্রোহী মনভাবের কোন প্রতিবাদ না করায় ছাগুবাদরা (মৌলবাদীরা) সেটাকে মাথায় তুলে নাচতে চায়। তারা এই তিল কে তাল করার অভিপ্রায় যোগাবে। উনার বক্তব্যের অর্থ যদি সেটাই হয় তবে আমি অনুরোধ জানাবো প্রথম আলোকে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করার জন্য। আর সম্ভব হলে সারা যাকের যেন তার কু-রুচি ‍পূর্ণ মন্তেব্যের জন্য ক্ষমা চেয়ে নেন।

আমরা চাই না এই নিয়ে কোন প্রতিবাদের ঝড় উঠুক। ঝড় উঠার আগে প্রথম আলো বিষয়টি সুরাহা করুক এই প্রত্যাশা করছি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.