আমাদের কথা খুঁজে নিন

   

আমরা ক্রমশ মানুষত্ব খুইয়ে পশুত্বের দিকে ধাবমান হচ্ছি।

সম্প্রতি কালে রোহিঙ্গা ইস্যু: নিয়ে ব্লগ এবং ফেসবুকে অনেক পোষ্ট আসছে। যার বেশ কয়েকটা পড়ার পর মনটা বিষন্ন হয়ে গেল। মনে পড়ে গেল আফগানিস্তান আর আর ইরাকে অন্যায় না করেও শুধু ধর্মের কারনে এভাবেই প্রান দিতে হচ্ছে মুসলমানদের। মায়ানমার ছাড়াও প্রতিবেশি রাষ্ট্র ইনডিয়াতেও মাঝে মধ্যে দাঙ্গায় নিহত হতে হচ্ছে মুসলমানরা। পশ্চিমারা কথায় কথায় আমাদের বলেন যে আমরা নাকি জঙ্গি! মুসলমানদের চেয়ে ভাল মানুষ কি বিশ্বে আর কোথাও আছে? সভ্য বলে পরিচিত আমেরিকায় প্রতি সেকেন্ডে ধর্ষন হচ্ছে।

সেখানে ফ্লাটে পড়ে থাকে বৃদ্ধদের লাশ। সন্তানরা বাবা মাদের খোজ রাখেন না। অবৈর্ধ বাবা হিন শিশুরা বেড়ে উঠছে। কথায় কথায় সেখানে বন্দুক উচিয়ে নিরহদের খুন করার অনেক রের্কড আছে। তারপরও ওরা বলে মুসলমানরাই নাকি শুধু সন্ত্রাসী?!! আজ ফেসবুকে কয়েকটি লাশের ছবি দেখলাম।

যার মধ্যে একটি শিশুর ক্ষত বিক্ষত লাশের ছবি রয়েছে। মিয়ানমারে জাতিগত দাঙ্গায় কয়েক হাজার লোকের মৃত্যু হয়েছে। যার বেশির ভাগই মুসলমান। শুধু ধর্ম মুসলমান বলেই তাদের অন্যায় অপরাধ না করার পরও হত্যাকাণ্ডের স্বিকার হতে হয়েছে। অবুঝ শিশুরাও রক্ষা পাচ্ছেনা।

নির্মৃমতার ছোবল থেকে। শান্তির জন্য নোবেল পাওয়া সূচি বিশ্ব সফরে এই ব্যাপারে তার প্রশ্নবিদ্ধ ভূমিকার জন্য তাকে এখন নিশ্চয় অন্য ভাবে দেখবে বিশ্ব। শুধু মুসলমান হবার অপরাধে সারা বিশ্বেই এভাবে প্রতিনিয়ত মুসলমানদের প্রান দিতে হচ্ছে। সভ্যদেশ বলে দাবী করা আমেরিকা ইরাকে মিথ্যে অভিযোগে হামলায় ব্যাবহার করেছিল ক্লাস্টার বোমা যাতে মারা গিয়ে ছিল লক্ষ লক্ষ শিশু ও নারী। আমেরিকার কোন বিচার হয়নি।

হবেনা মায়ানমারের বুদ্ধ পন্থি জঙ্গিদেরও। বর্তমান ক্ষমতাসিন বাংলাদেশ সরকার সব সময় মুসলমানদের মতের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে তাই তারা নিরহদের প্রতি সদয় হলেন না। আশা ছিল প্রতিবেশি দেশ হিসেবে আমাদের বিরোধী রাজনৈতীক দল গুলো এই ব্যাপারে প্রদক্ষেপ নিবে। কিন্তু তারও নিশ্চুব! সত্যি হল বড় দল গুলো যেকোন মুল্যে ক্ষমতায় যেতে চায়। তাদের বিবেক আজ বন্ধি।

আমরা আমজনতা ফেসবুকে ব্লগে চিৎকার করে তেমন সুবিধা করতে পারবো বলে মনে হয় না। তারপরও যে কথাটা না বলে পারছিনা। আমাদের ভেতরে খুব বেশি স্বাথপর চিন্তা চেতনা চলছে। আমরা ক্রমশ মানুষত্ব খুইয়ে পশুত্বের দিকে ধাবমান হচ্ছি।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।