আমাদের কথা খুঁজে নিন

   

মনিব টইলেট থেকে এসে দেখিতে পাইল তার আদরের কুকুরখানা কাঁদিতে কাঁদিতে কার্পেট ভিজাইয়া ফেলিয়াছে!

সময় কে জানতে চাই.. বর্তমান পৃথিবীর অষ্টম আশ্চর্য! চোঙ্গার ভীতর সারা জীবন রাইখা দিলেও যে কুকুরের লেজ খাড়া হয় না এই কুকুরের লেজ তাইলে কেমনে খাড়াই গেল!!আসেন একটু বিশ্লেষণ করি।একদিন কুকুর সাহেব তার মনিবের পড়ার টেবিলের পাসে বসিয়া আছে।হঠাৎ তার মনিব অট্টসরে কাঁদিতে লাগিলেন।কাহিনী কি মনিব কান্দে কেন?সে খুবই অস্থির বোধ করিতে লাগিল!পরক্ষনেই মনিব অট্টসরে হাঁসিতে লাগিলেন!এইডা দেইখা কোন কুল কিনারা না করিতে পাইরা তার চিরায়িত দুশমন টম বিলাইরে কইল "কিরে কাহিনী কি?মনিবেরে কি জীনে ধরছে নি?"টম কইল "আব্বে কি কস!আগে দেখ কই পেগ ঢালছে"!আরি মর জ্বালা!নাহ আশেপাশে কোন বোতল সে টুকাই পাইল না!মনিবের জন্যে সে গভীর চিন্তাই মগ্ন হয়ে পড়িল! হঠাৎ মনিব টইলেটে গমন করিল।সে দেখিতে পাইল মনিব তার ল্যাপটপে খবর পড়িতেছে "এরশাদের ‘কীর্তনসভা"।কই কি এক ইভা-মাহফুজরে লইয়াই পারি না এ আবার কোন জাতের কবি!সে পড়িতে লাগিল আর তার লেজ আস্তে আস্তে খাড়াইতে লাগিল! জাতীয় পার্টির মহাসচিব তার কবিতা শুনিয়া বলিয়াছেন“হে আল্লাহ আমাদের সবার কাছ থেকে আয়ু নিয়ে নেতার বয়স বাড়িয়ে দাও।” অনুষ্ঠানে সাবেক একনায়ক নিজের কবিতা বাজানোর সময় নাকি কেঁদে ওঠেন।এই অবস্থাতে কুকুরটি কাঁদিয়া ফেলিল! তবে তার লেজ কিন্তু ঊর্ধ্বমুখী! তবে একটা উক্তি পড়িয়া তার লেজ সটাং খাড়াইয়া গেল!!!সাবেক জেনারেলের সমর্থক ও সহযোগী বলে পরিচিত এক প্রবীণ কবি এই কবিতাগুচ্ছকে বাংলা সাহিত্যের অন্যতম সেরা সৃষ্টি বলে অভিহিত করেন।মনিব টইলেট থেকে এসে দেখিতে পাইল তার আদরের কুকুরখানা কাঁদিতে কাঁদিতে কার্পেট ভিজাইয়া ফেলিয়াছে! :'(

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।