আমাদের কথা খুঁজে নিন

   

মনিব ভক্তি!!

মনিব ভক্তি বটে! তপ্ত রোদে ক্লান্ত মনিব, মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তার খেলা দেখানো পোষা বানরটি!ততক্ষনে হেটে হেটে লোকজন যাচ্ছিলো আর অবাক চোখে দেখছিলো আমি আর লোভ সামলাতে পারলাম না ছবিটা তুলেই ফেললাম। কি আশ্চর্য! পশুরও কত মমতা! এমনতো নয় বসিয়ে বসিয়ে বানরকে খাওয়ায় তার মনিব, অনেক কসরত করিয়ে খেলা দেখায় বানরটিকে দিয়ে। বানরের এমন মনিবের প্রতি সহানুভূতি দেখে মনে পরে গেলো আমার পোষা কুকুর বুলেট এর কথা, বুলেট বলে ডাক দিলেই ছুটে আসতো আমার কাছে, সে কি কসরত আমাকে দেখে! বুলেট এর জন্য আমাদের বাড়ি আসতে অনেকের সমস্যা হতো খুব ভয় দেখাতো লোককে! হঠাৎ বুলেট উদাও খুজে পেলাম চাচাদের গরুর গোয়ালের কাছে। কোকাচ্ছিলো কেউ হয়তো আঘাত করেছিলো। আমি তার কাছে যেতেই ক্ষিন স্বরে ঘেউ ঘেউ করছিলো, যেনো নালিশ দিচ্ছিলো ওরা আমাকে মেরে ফেলতে চাইছিলো। অবাক করে দিয়ে দু'বার ঘেউ শব্দের পর নিস্তেজ। আজও বুলেটকে ভুলতে পারিনি! আর কিছু হয়তো পোষা হবে না। তবুও বুলেটই আমার প্রথম এবং শেষ পোষা প্রানী!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।