আমাদের কথা খুঁজে নিন

   

মানব নগরে যন্ত্র দানব মনিব


শহরগুলোতে রাস্তায় দুই পাশে জায়গা দখল করে রাখছে ব্যক্তিগত গাড়ী। ঢাকার অধিকাংশ রাস্তা ও ফুটপাত এখন গাড়ীর পাকিং। তবু জায়গা হচ্ছে না এই যন্ত্র দানবের... নতুন নতুন গাড়ী নামছে.. তার জন্ম নিয়ন্ত্রণে কোন সংস্থা বা সরকারের কোন পদক্ষেপ নেই। তাই এ যন্ত্র দানবের জন্য প্রয়োজন নতুন পাকিং। জনগনের অর্থে পরিচালিত সরকারী সংস্থাগুলোও পরিকল্পনা ও ঘোষণা দিয়েছে।

অপরদিকে কয়েক দিন আগে শুনলাম ঘটা করে বলা হচ্ছে রাস্তা হতে হকার উচ্ছেদ হবে। হকারদের কারণে রাস্তা ফুটপাতের দখল করে রাখবে। গাড়ীর জন্য পাকিং আর হকার এর জন্য উচ্ছেদ। দানব আর মানবের এই বৈষম্যমূলক নীতি কেন তা আমরা বোধগম্য নয়। তবে অনেক সাধারণ মানুষ ব্যক্তিগত গাড়ীর কথা না বলে হকার উচ্ছেদকে কেন সমর্থন দেয় তা খুব পরিষ্কার।

এ বিজ্ঞাপন ভিত্তিক জ্ঞানের প্রভাব... মানব অপেক্ষা দানবের প্রতি আমাদের সহনুভুতি বেশি। এ সমাজে যানজটের দোহাই দিয়ে রিকশা উচ্চেদ হয়, পাবলিক পরিবহন সীমিত হয়, পার্ক দখল করে পাকিং হয়...কিন্তু মানুষকে পর্বত সমান ফুটওভার ব্রিজ অতিক্রম করে রাস্তা পার হতে হয়। কিন্তু বেড়েই চলে ব্যক্তিগত গাড়ী... নিয়ন্ত্রণ নেই এই যন্ত্র দানবের... যেন সবার মনিব...
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।