আমাদের কথা খুঁজে নিন

   

‘সবুজ সেনা অভিযান’ – বাংলাদেশেও চাই!!

বিশেষভাবে প্রশিক্ষিত একদল সেনা নিয়োগ করেছে নিকারাগুয়া সরকার। জলবায়ু পরিবর্ত্তনে ক্ষতিকর প্রভাব মোকাবেলা করা তাদের কাজ। ব্যতিক্রমধর্মী এ সেনা ব্যাটালিয়নটির নাম ‘পরিবেশ ব্যটালিয়ন’। ব্যটালিয়নটিতে রয়েছে ‘সবুজ প্রহরী’ নামে ৫৮০ জন সেনা। আইন ও বনবিভাগের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে বিশেষ এ ইউনিট।

বন্দুকের পাশাপাশি ‘সবুজ সেনারা’ কোদালও বহন করেন। বিপন্ন প্রাকৃতিক বনাঞ্চলে ৫লক্ষ ৬০হাজার গাছের চারা রোপণ করবেন তারা। শুক্রবারের প্রথম আলো থেকে এ খবর জানা যায়। আমাদের মতো কম জমি, অধিক জনসংখ্যা, দারীদ্র আর প্রাকৃতিক বৈচিত্রমন্ডিত দেশের জন্য এটি অণুকরনীয় হতে পারে। প্রাকৃতিক সম্পদ ধ্বংস প্রতিরোধে আমাদের দেশে আইন আছে।

কিন্তু তার প্রয়োগ সেভাবে হয় না। আমার শহর সিলেট এর আশেপাশে দেখি পাহাড়-টিলা কাটা, বনজঙ্গল উজাড় করা আর প্রাকৃতিক জলধারার গতিরোধ করার দৃশ্য। মাঝে মাঝে কিছুদিনের জন্য বন্ধ হয়ে আবার শুরু হয়। মধ্য রাতে কিংবা ভর দুপুরে বুনো ষাড়ের মতো টিলা কাটা মাটি, গাছের গুড়ি বোঝাই ট্রাক্টরগুলোর ছুটে চলা। এগুলো আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতাই প্রকাশ করে।

সুতরাং প্রকৃতি রক্ষায় আমাদের দেশেও দরকার সেনাবাহিনী। নিকারাগুয়ার মতো বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত সেনা। ‘পরিবেশ ব্যটালিয়ন’। ।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।