আমাদের কথা খুঁজে নিন

   

জনগণ ভুল করে না....

জয় বাংলা

জনগণ ভুল করে না.... গণতন্ত্র তথা জনগণের হাতে ক্ষমতা থাকলে, একক ক্ষমতার বলয় ভাঙ্গবেই; কোন ব্যক্তি বিশেষের এক নায়কতন্ত্র হয়ে উঠার পথ ধ্বংস হবেই - এই কথা যারা বুঝে না বা বিশ্বাস করে না অথবা ভুলে যায় তাদের পরণতি কেমন হতে পারে তা আরো একবার আমরা দেখলাম। ১৬ (১৯৯৪ - ২০১০) বছর ধরে ক্ষমতার ব্যবহার করতে করতে নিজেকে ক্ষমতার কেন্দ্রবিন্দু ভাবাটা যে কত বড় মূর্খ্যতা! তার প্রমাণ ২০১০ এর চট্রগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। জনগণের বিপুল ভালবাসা পেয়ে মেয়র নির্বাচিত হয়ে তিনি ভুলে গেলেন, তাকে দেওয়া হয়েছে দায়িত্ব। তিনি নিজেকে ভাবতে শুরু করলেন ক্ষমতাবান। বোকা! এই ভাবনা তার বিশ্বাসে পরিণত হলো যখন নগরবাসী তার উপর তাদের আস্থা আরো দুইবার বজায় রাখল।

এবার তিনি নতুন ভাবনার রসদ পেলেন - আমৃত্যূ নগর পিতা হয়ে থাকবেন; ক্ষমতা যেন তার পিতৃপ্রদত্ত সম্পত্তি। বোকা! জনগণের ক্ষমতায় ক্ষমতাবান হয়ে ক্ষমতার উৎসকে তুচ্ছজ্ঞান করার বিচার কি হতে পারে তা এবার তিনি হাড়ে হাড়ে টের পাচ্ছেন নিশ্চয়ই। বিদায় মহিউদ্দন, স্বাগতম মনজুর। জয় হয়েছে গনতন্ত্রের আর প্রমাণিত হয়েছে সেই ধ্রুব সত্য -"জনগণের ক্ষমতা সবার উপরে"। মনজুর সাহেবকে অভিনন্দন জানিয়ে বিনীতভাবে বলতে চাইবো, ২০১০ এ আপনার যেমন উত্থান হয়েছে আজ থেকে ১৬ বছর আগে ১৯৯৪ তেও ঠিক একই রকমভাবে আপনার নিকটতম প্রতিদ্বন্দীর সাফল্য এসেছিল।

জনগণকে বোকা ভাবার কোন কারন নেই। বোকা ভেবে আপন কর্তব্যে অবহেলা করে অন্যায়-অত্যাচার-অবিচার করলে পরিণতি কি হতে পারে সেটি পরখ করাটাই আপনার জন্য লাভের হবে। ২০১৪ খুব দূরে নয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.