আমাদের কথা খুঁজে নিন

   

বিভাজনের ভালোবাসা-------

"এক ষ্টেশনের টিকেট কেটে অন্য কোন স্টপেজে নেমে পড়া আমার আজন্ম স্বভাব" ইয়াহু মেসেন্জার : ahmed_wpsi@yahoo.com সেদিন ছিল নবমী ঠিক গোধূলী ক্ষণ চার’চোখের মিলনে হারালো যে মন, আমি তখন কলেজে পড়ি তুমি স্কুলে দেখা হতো রোজ মাথাভাংগার কুলে । খুব সকালে শিউলী তলে ফুল কুড়ানোর ছলে চুপটি করে আসতে তুমি আমায় দেখবে বলে, সন্ধ্যাকালে জানালা পাশে বাধতে যখন চুল আমার তখন কিসের পড়া ? সব কিছুতেই ভুল। শাখ বাজানোর বাহানাতে বুঝিয়ে দিতে আমায় তুমি এখন অন্জলীতে ঠিক তুলসী তলায় , চোরা চোখে একটু চাওয়া কখনোবা ফাকি জলের বুকে মিছা-মিছি ছবি আকা-আকি । কান্তিমাখা দেহ তোমার ঠিক যেন রাধা ভাসালাম প্রেমের তরী পেরিয়ে সব বাধা , এ কান হতে ও কান হলো তারপর কানা-কানি ভাসছি তখন প্রেমের বানে কাউকে কি আর মানি ?? হঠাৎ এক শ্রাবনের বৃষ্টিভেজা ভোরে তুমি হলে দেশান্তরী গেলে মাতৃক্রোড়ে, দু’ই বাংলায় দু’জন হলাম মাঝে গঙ্গা নদী শত জনমের বিরহ রইলো নিরবধি ।।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.