আমাদের কথা খুঁজে নিন

   

বিভাজনের বিপরীতে কমিউনিস্ট ঐক্য

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

বিভাজনের বিপরীতে কমিউনিস্ট ঐক্যঃ বাম দলগুলোর বিভাজনের বিপরীতে এবার ঘটতে যাচ্ছে ঐক্যের ঘটনা। কমরেড রাশেদ খান মেনন এই ধরনের ঐক্যের সূচনা করেছিলেন। কমরেড মেননের এই ধরনের ঐক্যের প্রচেষ্টা এখনো অব্যাহত রেখেছেন। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সঙ্গে একীভূত হতে যাচ্ছে ওয়ার্কার্স পার্টি।

খুব শীঘ্রই শীর্ষ নেতাদের এক যৌথ সভায় এক হওয়ার বিষয়টি চূড়ান্ত হতে যাচ্ছে। ওইদিন আসছে যৌথ ঘোষণাও। যদিও ওয়ার্কার্স পার্টির একটি অংশ এই ঐক্য প্রক্রিয়ার বিরোধী। দলীয় সূত্রে জানা গেছে, হায়দার আকবর খান রনো সিপিবির সঙ্গে মিলে যেতে চাইলেও তাঁর দলের মধ্যে বিষয়টি নিয়ে এখনো মতৈক্য হয়নি। প্রায় অর্ধেক কেন্দ্রীয় নেতা ওয়ার্কার্স পার্টির পরিচয় নিয়েই রাজনীতি করতে আগ্রহী।

তবে রনো এক্ষেত্রে অনেকটাই সফল হচ্ছেন। ওয়ার্কার্স পার্টির দুই কেন্দ্রীয় নেতা আজিজুর রহমান এবং আবদুস সাত্তার সিপিবির সঙ্গে একীভূত হওয়ার পক্ষপাতী নন। আর তাই ঐক্যের ইস্যুতে ওয়ার্কার্স পার্টির মধ্যেও রয়ে গেছে বিভাজন। আবদুস সাত্তার ও আজিজুর রহমানের নেতৃত্বে দলের একটি অংশ থেকে যাচ্ছে বর্তমান দলেই। দুই বাম শিবিরের একীভূত হওয়ার ব্যাপারটি চূড়ান্ত।

আনুষ্ঠানিকতার খাতিরে যৌথ কমিটির বৈঠকের পর আসছে চূড়ান্ত ঘোষণা। সেক্ষেত্রে এই প্রথমবারের মতো সোভিয়েতপন্থী সিপিবির সঙ্গে চীনপন্থী ওয়ার্কার্স পার্টি একীভূত হতে যাচ্ছে। উদ্যোগটা ছোট হতে পারে, তবে খুবই তাৎপর্যপূর্ণ। কমিউনিস্টদের জন্য এটা গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক বিষয়। বহুদিন ধরেই কমিউনিস্ট ঐক্যের কথা বলা হচ্ছিল।

সেই ঐক্যের পথে এক ধাপ এগোনো গেল, যদিও এখনো কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়নি। সেখানে আলোচনা করে সবার মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। ওয়ার্কার্স পার্টির ভেতর এ নিয়ে মতদ্বৈততা রয়েছে। খুব ছোট একটা অংশ ঐক্যের বিপক্ষে। বাংলাদেশের বাম দলগুলোর জন্ম কমিউনিস্ট পার্টি থেকেই।

কমিউনিজম ছাড়া বাম রাজনীতিও অসাড়। এতে মেনন ভাইদের নেতৃত্বে নীতিগত ঐক্য সুদৃঢ় হওয়ার সম্ভাবনা তৈরি হলো। বামপন্থীরা বরাবরই কমিউনিস্ট ঐক্যের কথা বলে আসছেন, কিন্তু ঐক্য আদতে হচ্ছে না। সেই প্রক্রিয়াই শুরু হতে যাচ্ছে। বৃহত্তর ঐক্য হয়তো এখনই সম্পন্ন হবে না।

তবে চেষ্টা চলছে, বামপন্থীদের নিয়ে একটি ফ্রন্ট করার। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে একটি রাজনৈতিক কৌশলপত্র তৈরি করা হয়েছে। এতে আগামী দিনে কমিউনিস্ট আন্দোলনের কৌশল, লক্ষ্য, উদ্দেশ্য, অতীতের সমালোচনা ইত্যাদি বিষয় স্থান পেয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.