আমাদের কথা খুঁজে নিন

   

বিভাজনের রাজনীতি আর ধূসর সোনালী দিনের স্বপ্ন...........।

অতি সাধারণ একজন, স্বপ্ন দেখি সোনালী দিনের। দীর্ঘ নয় মাসের রক্তাক্ত সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে অর্জিত এ স্বাধীন বাংলাদেশ। আজ বড় মনে পড়ে সেই মুক্তিপাগল মানুষগুলোর কথা, যারা শুধু মাত্র দেশ মাত্রিকার টানে জীবনের সবকিছু ত্যাগ করে অপরিসীম সাহস আর মনোবল নিয়ে সাধারণ অস্র হাতে ঝাপিয়ে পড়ে ছিলেন একটি সুগঠিত সেনাবাহিনীর বিরুদ্ধে, ছিনিয়ে এনেছিলেন বিজয়। মনে পড়ে সেই নাম না জানা মানুষের কথা, যারা নিজেরা না খেয়ে খাইয়েছেন আমাদের সূর্য সন্তানদের, আশ্রয় দিয়েছেন - আমি জানিনা তাদের কেউ মুক্তিযোদ্ধা বলবেন কিনা। মনে পড়ে সেই মায়ের কথা যিনি বিদায় বেলায় হাসি মুখে সন্তানের মাথায় হাত বুলিয়ে বলেছিলেন, বাবা বিজয় নিয়ে ফিরে আসিস! বিজয় এসেছে, কিন্তু তার সন্তান আর ফিরে আসেনি।

মনে পড়ে বংগবন্ধুর কথা যিনি স্বপ্ন দেখেছিলেন একটি সোনার বাংলার। মনে পড়ে সেই কন্ঠ - "আমি মেজর জিয়া বলছি...".. কত ত্যাগ, কষ্ট, রক্তের বিনিময়ে এই দেশকে পেয়েছি, আমরা তার মূল্য বুঝব কি করে..। ৭১ পরবর্তী প্রজন্ম যারা, আমরাতো জন্মেছি স্বাধীন দেশে, পরাধীনতার গ্লাণি আমরা অনুভব করবো কি করে...! দেখতে দেখতে পার হয়ে গেলো প্রায় ৪১টি বছর। আজো কি সত্যিকার স্বাধীনতার স্বাদ পেয়েছি আমরা। আজো দেশে বিতর্ক চলছে, কে স্বাধীনতার পক্ষ আর কে বিপক্ষ! দেশে নিয়ে ভাবার সময় কোথায়।

অথচ আমাদের চেয়ে কিছুদিন আগেও দরিদ্র দেশ মালয়েশিয়া আজ কোথায় চলে গেছে, আমরা শুধু প্রতিহিংসার রাজনীতি নিয়েই ডুবে আছি। আজো আমার দেশের তরুন ছেলেরা কাজ না পেয়ে জীবিকার তাগিদে জীবনের ঝুকি নিয়ে ট্রলারে সমুদ্র পাড়ি দিতে গিয়ে বেঘোরে প্রাণ হারায়, কে তাদের খবর রাখে। ওরা যে স্বাধীন দেশের পরাধীন নাগরিক.! আজো বিশ্বজিত, মুজাহিদদের প্রাণ হারাতে হয় রাজনীতি নামক দানবের হাতে। আমরা কবে মানুষ হবো! কবে সবাই এক সাথে দল মত, ধর্ম বর্ণ নির্বিশেষে দেশ গড়া মুক্তি সংগ্রামে অংশ নিবো..! আমরা মাথা উচু করে বিশ্ববাসীর কাছে নিজেদের তুল ধরবো..। দেখো আমরা সত্যিকার স্বাধীন, স্বনির্ভর বাংলাদেশের গর্বিত সন্তান..।

আমার স্বপ্ন হয়তো ধূসর হয়ে গেছে, হারিয়ে যাইনি...। যে দেশের ৪০% এর বেশি জনশক্তি তরুন, তাদের স্বপ্ন হারিয়ে যেতে পারেনা....আরেকটি একাত্তর চাই...... এবারের সংগ্রাম হবে সামাজিক বৈষম্য ও অবিচার এবং অর্থনৈতিক মুক্তির সংগ্রাম। আর এ যুদ্ধে আমাদের জিততেই হবে....। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.