আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতার লক্ষ্য ১৭১ রান

আইপিএলের শিরোপা জয়ের লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প নেই কলকাতা নাইট রাইডার্সের। আজ নিজেদের ১২তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয়ের জন্য ১৭১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামতে হবে গতবারের শিরোপাজয়ীদের। নিজেদের মাঠে দুই ওপেনার ডোয়াইন স্মিথ ও শচীন টেন্ডুলকার এবং দিনেশ কার্তিকের ভালো ব্যাটিংয়ে ১৭০ রান সংগ্রহ করে নির্ধারিত ২০ ওভার শেষ করেছে মুম্বাই ইন্ডিয়ানস।
টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা দারুণভাবে করেছিলেন মুম্বাই ইন্ডিয়ানসের দুই ওপেনার ডোয়াইন স্মিথ ও শচীন টেন্ডুলকার। উদ্বোধনী জুটিতেই ৮৩ রান যোগ করেছিলেন এই দুই ব্যাটসম্যান।

ইনিংসের ১৩তম ওভারে শচীনকে আউট করে মুম্বাই শিবিরে প্রথম আঘাতটি হানেন রজত ভাটিয়া। ২৮ বলে ৪৮ রানের ঝোড়ো ইনিংস খেলে ফিরে যান শচীন। পরের ওভারে ৪৭ রান করা স্মিথের উইকেটও তুলে নেন ইকবাল আবদুল্লাহ। এরপর রানের গতি বেশ খানিকটা কমে যায় মুম্বাইয়ের। একেবারে শেষ পর্যায়ে দিনেশ কার্তিকের ঝোড়ো ব্যাটিংয়ে স্কোরবোর্ডে ১৭০ রান জমা করে রোহিত শর্মার দল।

১৮ বলে ৩৪ রান করে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন কার্তিক। অধিনায়ক রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে ১৬ রান। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।