আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতার ষষ্ঠ জয়

১৪ খেলায় এটা কলকাতার ষষ্ঠ জয়। ১২ পয়েন্ট নিয়ে আপাতত পয়েন্ট তালিকায় সাত নম্বরে রয়েছে তারা। সমান খেলায় ব্যাঙ্গালোরের ষষ্ঠ হার। ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে এক ম্যাচ কম খেলা সানরাজার্স হায়দ্রাবাদকে পেছনে ফেলে চার নম্বরে রয়েছে তারা। রাঁচির জেএসসিএ আন্তর্জাতিক স্টেডিয়াম কমপ্লেক্সে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১১৫ রান করে ব্যাঙ্গালোর।

জবাবে ১৯ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় কলকাতা। লক্ষ্য তাড়া করতে নেমে রানের খাতা খোলার আগে মানভিন্দর সিং বিসলার বিদায়ে কলকাতার শুরুটা ভালো হয়নি। অধিনায়ক গৌতম গম্ভীরের (১৪) সঙ্গে ৩১, ইউসুফ পাঠানের (১৮) সঙ্গে ৩০ ও মনোজ তিওয়ারীর (২৪) সঙ্গে ৩৫ রানের তিনটি ছোট্ট কিন্তু কার্যকর জুটি গড়ে দলকে সহজ জয়ের দিকে নিয়ে যান ক্যালিস (৪১)। দলীয় ৯৬ রানে ক্যালিস ও ৭ রান পর তিওয়ারী বিদায় নিলে চাপে পড়ে কলকাতা। কিন্তু রায়ান টেন ডসকাট (১১*) চার বল বাকি থাকতেই দলকে জয় এনে দেন।

ব্যাঙ্গালোরের পক্ষে বিনয় কুমার ১৭ রানে ২ উইকেট নেন। এর আগে ক্রিস গেইল (৩৩) ও এবি ডি ভিলিয়ার্স (২৮) দলকে ৩ উইকেটে ৯৫ রানের দৃঢ় ভিতের ওপর দাঁড় করান। কিন্তু শেষ দিকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় ব্যাঙ্গালোরের সংগ্রহ খুব একটা বড় হয়নি। ২২ রানে ৪ উইকেট নিয়ে সুনীল কলকাতার সেরা বোলার।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।