আমাদের কথা খুঁজে নিন

   

কলকাতার কাঁপন বাড়ছে



নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ৪ঠা ফেব্রুয়ারি — শুক্রবার সন্ধ্যায় কলকাতাসহ পূর্ব ভারতের ভূমিকম্পের খবর মিললো। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৯। মাঝারি পাল্লার এই ভূমিকম্পের স্থায়িত্ব খুব কম থাকায় তেমন একটা ক্ষয়ক্ষতি হয়নি। বাংলাদেশ, উত্তরবঙ্গের জেলাগুলোতেও সুস্পষ্ট মাটি কাঁপার খবর মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা ৭.২৩মিনিটে কিছু সময়ের জন্য কলকাতার ব্যপক এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়।

শিলিগুড়িসহ গোটা উত্তরবঙ্গে জুড়ে একই সময় ভূকম্পন অনুভূত হয়েছে। দার্জিলিঙ পার্বত্য অঞ্চল, সিকিমেও মাটি কাঁপার খবর মিলেছে। তবে সেঅর্থে তেমন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তরের অধ্যাপক সুবীর সরকার জানিয়েছেন উত্তরবঙ্গের ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৪ রিখটার। উচ্চ ভূমিস্তর থেকে আনুমানিক ৮৮.৮ কিলোমিটার নীচে হয়েছে এই ভূকম্পন।

এর উৎসস্থল ভারত-বার্মা সীমান্ত বরাবর। কলকাতা পূর্ব এবং উত্তর পূর্ব থেকে ভূ-কম্পনের উৎস স্থলের দূরত্ব ৬১০ কিমি। ইম্ফল পূর্ব এবং দক্ষিণ-পূর্ব থেকে উৎস স্থলের দূরত্ব মাত্র ৮৫ কিমি। কলকাতায় ২০১০সালের ৩১শে মে সোমবার গভীর রাতে শেষ ভূমিকম্প হয়েছিল। গভীর রাতে ঘটা এই ভূমিকম্পনের প্রাবল্য ছিল মাঝারি।

কলকাতায় দশ সেকেন্ড স্থায়ী হয় ভূমিকম্পটি। দক্ষিণবঙ্গের জেলাতেই সেসময় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এর আগেও ২০০৯ সালের ১০ই আগস্ট গভীর রাতে কলকাতায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছিল।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।