আমাদের কথা খুঁজে নিন

   

বিচারপতি এমএ আজিজের অবর্তমানে

পাগলের প্রলাপ....

বিচারপতি এমএ আজিজের অবর্তমানে সিইসির দায়িত্ব পালন করবেন কে? মঙ্গলবার ঘুরেফিরে মানুষের মুখে মুখে ছিল এ প্রশ্ন। আলোচনায় এসেছে বেশকিছু নাম। জানা যায়, দু'জন নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হবে। কমিশনার হিসেবে মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ড. সা'দত হোসেন, সাবেক সচিব ফয়জুর রাজ্জাক, সাবেক সচিব এমএম রেজা ও সাবেক সচিব মোহাম্মদ ফজলুর রহমানের নাম আলোচনায় এসেছে। সূত্র জানায়, মন্ত্রিপরিষদ বিভাগের সাবেক সচিব ড. সা'দত হোসেনকে নির্বাচনকালীন সিইসির দায়িত্ব প্রদানের বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হচ্ছে।

বিচারপতি এমএ আজিজের ছুটিকালীন সময়ে তিনি দায়িত্ব পালন করবেন। তবে সা'দত হোসেনকে সিইসির দায়িত্ব পালনের দায়িত্ব দিতে বিএনপি জোটের আপত্তি রয়েছে বলে জানা যায়। সূত্র জানায়, বিএনপি চায় বর্তমান নির্বাচন কমিশনার বিচারপতি মাহফুজুর রহমানকে সিইসির অবর্তমানে দায়িত্ব দিতে। তাদের যুক্তি, সিনিয়র ইসি হিসেবে মাহফুজুর রহমানই দায়িত্ব পাওয়ার যোগ্য। আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দল বর্তমান কমিশনারদের মধ্য থেকে কাউকে দায়িত্ব দেয়ার পক্ষে নয়।

বিষয়টি নিয়ে এখন বিভিন্ন পর্যায়ে দেনদরবার চলছে। নতুন দু'জন ইসি নিয়োগের বিষয়েও মতপার্থক্য রয়েছে। ড. সা'দত হোসেনের ব্যাপারে দু'পক্ষ একমত হলেও আরেকজনের বিষয়ে মতানৈক্য আছে। বিএনপি চায় সাবেক স্বাস্থ্যসচিব ফজলুর রহমানকে ইসি পদে। 14 দল তার বিরোধী।

তাদের অভিযোগ, 2001 সালের নির্বাচনে জোটের পক্ষে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ে যে সচিব সক্রিয় ছিলেন এর মধ্যে ফজলুর রহমান অন্যতম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.