আমাদের কথা খুঁজে নিন

   

বিচারপতি তাফাজ্জালই পরবর্তী প্রধান বিচারপতি



বঙ্গবন্ধু হত্যা মামলার জন্য গঠিত আপিল বিভাগের ৫ বিচারপতির বিশেষ বেঞ্চের জেষ্ঠ্য বিচারপতি তাফাজ্জাল ইসলামই বাংলাদেশের পরবর্তী প্রধান বিচারপতি হচ্ছেন। ইতোমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচারপতি তাফাজ্জাল ইসলামকে প্রধান বিচারপতি করার বিষয়ে অনানুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন। খবর: ইউএনবি আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোপন হেগেন যাওয়ার আগে গতকাল পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে তাফাজ্জাল ইসলামের নামের প্রস্তাবনায় অনুমোদন করেছেন। এখন রাষ্ট্রপতি এই অনুমোদন চূড়ান্ত করবেন। বর্তমান প্রধান বিচারপতি এমএম রুহৃল আমিন আগামী ২২ ডিসেম্বর অবসরে যাবেন।

রীতি অনুযায়ী প্রধান বিচারপতির পরে আপিল বিভাগের বিচার কর্মে যিনি জেষ্ঠ্য তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পাবেন। কিন্তু সম্প্রতি এই রীতি বেশ কয়েকবার ভঙ্গ করা হয়েছে। আর এক্ষেত্রে আপিল বিভাগের জেষ্ঠ্য বিচারপতি ফজলুল করিম আবরো প্রধান বিচারপতি হওয়া থেকে বঞ্চিত হবেন। যদি বিচারপতি তাফাজ্জাল ইসলামকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেয়া হয় তাহলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো জেষ্ঠ্যতা লঙ্ঘন করা হবে। বিচারপতি তাফাজ্জাল ইসলাম আগামী ৭ ফেব্র“য়ারি অবসরে যাবেন।

Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.