আমাদের কথা খুঁজে নিন

   

জুলাইয়ে গুগল-এর ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত হচ্ছে!

ভালো থেকো বন্ধুরা হ্যাকার রাজের কবলে পড়ে গুগলের জুলাই মাসে ইন্টারনেট পরিষেবা বন্ধ হতে চলেছে। এমনই হুঁশিয়ারি দিল গুগল কর্তৃপক্ষ। আন্তর্জাতিক হ্যাকাররা যেভাবে অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ভাইরাস ছড়িয়ে দিচ্ছে তা নিয়ে রীতিমত বিরক্ত গুগল। এই বিপদ প্রতিরোধ করতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে গুগল কর্তৃপক্ষ। গুগল একটি সতর্কতাবার্তার মাধ্যমে ব্যবহারকারীদের এখন থেকে এই ব্যাপারে সতর্ক করবে।

তবে তাতেও কতটা লাভ হবে সেই বিষয়ে নিশ্চিত নয় তারা। আর এই কারণে এখন থেকেই গুগল জানিয়ে রাখছে জুলাই মাসে জি-মেল বা গুগলের পরিষেবা ব্যবহার করা যাবে না। এদিকে গুগলের হঁশিয়ারির পর নড়েচড়ে বসেছে আমেরিকা। এ ধরনের সমস্যা মোকাবিলায় মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই কয়েক মাস আগেই সরকারি কম্পিউটারগুলোকে রক্ষা করতে একটি নিরাপত্তার ব্যবস্থা করেছে। কিন্তু ওই সিস্টেমও হ্যাকারদের তৎপরতা বন্ধ করতে ৯ই জুলাই বন্ধ রাখা হবে।

এফবিআই বেশ কয়েক মাস ধরেই জনগণকে তাদের কম্পিউটার ভাইরাস আক্রান্ত কিনা পরীক্ষা করতে এবং আক্রান্ত হলে তা থেকে বাঁচার উপায় জানতে একটি নির্দিষ্ট ওয়েবসাইট ভিজিট করার জন্য আহ্বান জানিয়ে আসছে। ৯ই জুলাইয়ের পর ভাইরাস আক্রান্ত কম্পিউটার ব্যবহারকারীরা আর ইন্টারনেটের সঙ্গে যুক্ত হতে পারবেন না। ভাইরাস আক্রান্ত কম্পিউটার ব্যবহারকারীরা গুগলের সার্চ রেজাল্টের পেজের ওপরের দিকে এই সতর্ক বার্তা দেখতে পাবেন বলে জানানো হয়েছে। উৎস-yahoo.com  ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.